আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ১১:০৪ এএম


আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার
ছবি: আরটিভি

স্থলবন্দরের দুর্ভোগ ও সমস্যার কথা সরেজমিনে জানতেই ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর।

বিজ্ঞাপন

শুক্রবার (১ আগস্ট) বিকেলে তিনি সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদকে সঙ্গে নিয়ে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন হয়ে স্থলবন্দরে প্রবেশ করেন।

বিকেল সাড়ে ৪টা থেকে ৫টা ৩৫ মিনিট পর্যন্ত তিনি ইমিগ্রেশন ও কাস্টমস এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় ব্যবসায়ী, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞাপন

পরিদর্শনের সময় তিনি ইমিগ্রেশন কার্যক্রমে যেন যাত্রীদের কোনো প্রকার বিলম্ব বা দুর্ভোগ পোহাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা স্থলবন্দরের নানা সমস্যা তুলে ধরেন। মাছ রপ্তানিকারকরা জানান, সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১০টার মধ্যে মাছবাহী গাড়ি ভারতে ঢুকতে দেয়ায় বরফ গলে মাছ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। তারা সকালেই গাড়িগুলো ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানান।

এছাড়া আগরতলা থেকে আসা মিল-কারখানার বর্জ্য ও দূষিত পানি বাংলাদেশে প্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ব্যবসায়ীরা। পাশাপাশি ভারত কর্তৃক নিষিদ্ধ পণ্যের রপ্তানি চালু ও সবজি রপ্তানি পুনরায় শুরুর দাবিও তোলেন তারা।

বিজ্ঞাপন

ব্যবসায়ীদের বক্তব্য শোনার সময় হাইকমিশনার কিছু বিষয়ে আলোচনা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তবে ব্যবসায়ীদের জন্য ভিসা চালুর বিষয়ে তিনি কোনো সুস্পষ্ট মন্তব্য করেননি। জানান, এটি দুই দেশের আলোচনার বিষয়।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জি এম রাশেদুল ইসলাম, আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন, ইমিগ্রেশন ওসি মো. আব্দুস ছাত্তার, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, কাস্টমস কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান, সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নেসার ভূইয়া, মাছ আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া প্রমুখ।

পরিদর্শন শেষে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ সন্ধ্যায় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন হয়ে আগরতলার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। 

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission