আগামী মাস থেকে শুরু হবে ফুটবলের নতুন মৌসুম। তার আগে জমে উঠেছে ট্রান্সফার মার্কেট। যেখানে নতুন ইতিহাস গড়ছেন কানাডীয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথ। ১০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুল থেকে আর্সেনালে যোগ দিচ্ছেন তিনি। নারী ফুটবলে এটি প্রথম ১ মিলিয়ন পাউন্ডের দলবদল।
এই যাত্রায় স্মিথ ছাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের নাওমি গিরমাকে। চলতি বছরের শুরুতে গিরমাকে ৯ লাখ পাউন্ডে (১১ লাখ মার্কিন ডলার) সান ডিয়েগো ওয়েভ থেকে কিনেছিল চেলসি। সেটি ছিল ১ মিলিয়ন মার্কিন ডলারের প্রথম দলবদল। আর এবার মার্কিন মুদ্রায় স্মিথের দলবদল ফি দাঁড়াচ্ছে ১৩ লাখ ডলারের বেশি।
গত বছর লিভারপুলে যোগ দিয়েছিলেন স্মিথ। প্রথম বছরেই সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ৯ গোল করেছেন, যা ক্লাবের সর্বোচ্চ। ইংল্যান্ডের শীর্ষ লিগ উইমেন্স সুপার লিগে মৌসুমের সেরা খেলোয়াড়েরও স্বীকৃতি ওঠে তার হাতে।
এমন দারুণ সাফল্যের পর স্মিথকে নিয়ে অন্য ক্লাবগুলোর আগ্রহ বাড়ারই কথা। স্মিথকে দলে নিতে লিভারপুলকে প্রস্তাব দিয়েছিল চেলসি ও অলিম্পিক লিওঁ। তবে লিভারপুল রাজি হয়নি।
শেষ পর্যন্ত আর্সেনাল টাকার অঙ্ক এতটাই বাড়িয়েছে যে, বিশ্বরেকর্ডই হয়ে গেছে। সবশেষ উইমেন্স চ্যাম্পিয়নস লিগে শিরোপা জেতা আর্সেনালে যোগ দিতে স্মিথেরও আগ্রহ ছিল।
এ নিয়ে স্মিথ বলেন, আর্সেনালে নাম লেখাতে পারাটা আমার জন্য সম্মানের। ইংল্যান্ড এবং ইউরোপের সবচেয়ে বড় শিরোপাজয়ীদের হয়ে খেলার স্বপ্ন ছিল। সেটা পূরণ হওয়ায় আমি রোমাঞ্চিত।
আরটিভি/এসআর