ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ , ০৩:১৭ পিএম


ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে আম্বানি দম্পতি, যেমন সাজে দেখা গেল নীতাকে
ছবি : সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে বিশেষ নৈশভোজে উপস্থিত হয়ে নজর কাড়লেন নীতা এবং মুকেশ আম্বানি। নীতা আম্বানি সবসময়ই তার অনন্য ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসিত। অনুষ্ঠানে নীতার অনন্য ফ্যাশন এবং রুচিশীল সাজসজ্জা আবারও প্রমাণ করল তার ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি। তিনি কেবল একজন শিল্পপতি পরিবারের সদস্যই নন, বরং শৈলীর প্রতীক হিসেবেও প্রতিষ্ঠিত। কাঞ্জিভরম সিল্কের শাড়ি এবং ঐতিহ্যবাহী গয়না পরে নীতা ভারতীয় সংস্কৃতির চমৎকার প্রতিফলন ঘটিয়েছেন।

বিজ্ঞাপন

নীতা আম্বানি পরেছিলেন কালো রঙের কাঞ্জিভরম সিল্কের শাড়ি, যা সোনালি জরির টেম্পল ডিজাইনে সজ্জিত। শাড়ির দুই ধারে ছিল ফুশিয়া পিঙ্ক ও এমারেল্ড গ্রিন রঙের সরু পাড়। শাড়ির সঙ্গে মিলিয়ে কালো ভেলভেটের গলাবন্ধ, লম্বাহাতা ব্লাউজ পরেছিলেন তিনি, যার হাতায় ছিল বিড্‌সের কাজ। এর উপর তিনি পরেছিলেন কালো রঙের লম্বা ঝুলের কোট।

বিজ্ঞাপন

গয়না বেছে নেওয়ার ক্ষেত্রেও দেখা গিয়েছে নীতার পরিশীলিত রুচি। তার পরনে ছিল হিরা, চুনি ও পান্নাখচিত একটি হার, যার কেন্দ্রবিন্দুতে ছিল একটি প্রায় ২০০ বছরের পুরনো টিয়াপাখির আকারের পান্নার লকেট। কানে ছিল হিরা ও পান্নাখচিত দুল, হাতে ঝলমলে হিরার চুড়ি। এছাড়া আঙুলে একটি হিরার আংটিও দেখা যায় তার।

বিজ্ঞাপন

মেকআপ এবং হেয়ারস্টাইলেও নীতা তার সহজতাকে বজায় রেখেছেন। হালকা মেকআপ, ছোট্ট টিপ, আইলাইনার, কাজল, ন্যুড লিপস্টিক আর দু’গালে হালকা লালচে আভা। সুশোভিত ভ্রুযুগল তাকে আরও আকর্ষণীয় করে তুলেছিলো। তার খোঁপায়ও ছিল এক ধরনের পরিমিতি, যা তাকে মানানসই সৌন্দর্য দান করেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, মুকেশ আম্বানি এই অনুষ্ঠানে বেছে নিয়েছিলেন খাঁটি পশ্চিমা পোশাক। কালো স্যুট, সাদা শার্ট আর গাঢ় লাল টাই পরা তার চেহারায় ছিল সরল অথচ অভিজাত ভাব।

আরটিভি/জেএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission