ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৮:৩৯ এএম


ট্রাম্পের স্বাস্থ্য পরীক্ষা নিয়ে যা বলছে হোয়াইট হাউস
ছবি: সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের ফাইনাল দেখতে মাঠে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার ফোলা পা চোখে পড়ে ফটো সাংবাদিকদের। এরপর আবারও তার হাতে রক্তাক্ত চিহ্ন ধরা পড়ে হোয়াইট হাউসে বাহরাইনের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের সময়। এ নিয়ে আলোচনা শুরু হলে প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 

বিজ্ঞাপন

চিকিৎসকরা জানিয়েছেন, পরীক্ষায় গভীর ধমনীজনিত জটিলতার কোনো প্রমাণ মেলেনি। পরীক্ষার অন্যান্য ফলাফলও ছিল স্বাভাবিক। শারীরিক ফিটনেস বজায় রাখতে প্রতিদিন নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলছেন ট্রাম্প।
 
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, ৭০ বছরের বেশি বয়সে সাধারণত এ সমস্যা বেশি দেখা যায়। জানা গেছে, ট্রাম্পের শিরার রক্ত সঠিকভাবে হৃদয়ে ফিরে যাচ্ছে না, ফলে পায়ে রক্ত জমে ফুলে যায়। 
 
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে দায়িত্ব নেওয়া প্রেসিডেন্টদের মধ্যে অন্যতম ডোনাল্ড ট্রাম্প। চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়া এই নেতা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার আওতায় থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission