সদ্য শেষ হওয়া ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। আর এই ফাইনালের মঞ্চে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুর্নামেন্ট শেষ হলে এখনও আলোচনার কেন্দ্রে ট্রাম্প। তার বিরুদ্ধে মেডেল চুরির অভিযোগ উঠেছে।
গত রোববার (১৩ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চেলসির খেলোয়াড়দের চ্যাম্পিয়নের মেডেল পরিয়ে দেয়ার সময় ট্রাম্পকে একটি মেডেল পকেটে ঢোকাতে দেখা যায়। অনেকের অভিযোগ মেডেলটি চুরি করেছেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের এই প্রেসিডেন্ট।
নিজে দেশে ক্লাব ফাইনালটা ভালোই উপভোগ করেছেন ট্রাম্প। চেলসি পুরস্কার তুলে দিয়ে মঞ্চে থেকে গেছেন তিনি। পালমারদের সঙ্গে শিরোপা উপদযাপনও করেছেন ট্রাম্প।
মেটলাইফ স্টেডিয়ামে ট্রাম্প এতটাই আনন্দ উপভোগ করছিলেন যে, তিনি বিজয়ীদের একটি মেডেল পকেটে ঢুকিয়ে নিয়েছেন। ট্রাম্পকে দেখা গেছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছ থেকে পাওয়া মেডেলটি নিজের ব্লেজারের পকেটে ঢুকাতে এবং এতে কোনো আপত্তি জানাননি ফিফা প্রেসিডেন্ট।
এর মাঝেই ট্রাম্পের মেডেল পকেটে ঢুকানোর ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ব্যাপারটা কৌতুকের সঙ্গে নিচ্ছেন। তবে, অনেকেই এটিকে চুরি বলে অবিহিত করেন।
একজন ফুটবলভক্ত এক্সে (সাবেক টুইটার) প্রশ্ন রেখেছেন, ডোনাল্ড ট্রাম্প কি আসলেই একটা মেডেল পকেটে ঢুকিয়ে নিলো? আরেকজন যোগ করেন, দ্য আর্ট অব দ্য স্টিল! ডোনাল্ড ট্রাম্প গতকাল একটা ক্লাব বিশ্বকাপ বিজয়ী মেডেল চুরি করেছেন।
তৃতীয় আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, ট্রাম্প শুধু ক্লাব বিশ্বকাপের ট্রফিই চুরি করেননি, বরং একটা ফাঁকা মেডেলও পকেটে ঢুকিয়েছেন। এটিই চৌর্যবৃত্তির চূড়ান্ত উদাহরণ।
এদিকে এক প্রতিবেদনে দ্য অ্যাথলেটিক জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো চ্যাম্পিয়নশিপ মেডেল চুরি করেননি। বরং ফিফা মার্কিন প্রেসিডেন্টের জন্য আলাদাভাবে একটি মেডেল বানিয়েছিল। পুরস্কার বিতরণী শেষে আনুষ্ঠানিকভাবে এই মেডেল ট্রাম্পের হাতে দেয়ার কথা ছিল। কিন্তু সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি।
যে কারণে চেলসির অধিনায়ক রিসে জেমসকে ট্রাম্প মেডেল পরিয়ে দেওয়ার ঠিক পরপরই ইনফান্তিনো মার্কিন প্রেসিডেন্টের জন্য বানানো সেই বিশেষ মেডেল তুলে দেন
এরপরই ইনফান্তিনো চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে ট্রাম্পকে অনুরোধ জানান। তিনি যখন মেডেলটি পকেটে পুরছিলেন, ঠিক সেই সময়ের ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আরেক ভিডিওতে অ্যাথলেটিকের দাবির সত্যতা মিলেছে।
উল্লেখ্য, মূল ক্লাব বিশ্বকাপ ট্রফিটি ট্রাম্প নিজের কাছে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সেটি হোয়াইট হাউসের ওভাল অফিসে রয়েছে।
আরটিভি/এসআর -টি