টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচে মাহমুদুল্লাহ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ১৪ জুলাই ২০১৭ , ০৬:০৬ পিএম


টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে প্রথমবার পাঁচে মাহমুদুল্লাহ

ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচ শেষে ক্রিকেটারদের র‌্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ঘোষিত সবশেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে উঠে এসেছেন বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। এ নিয়ে প্রথমবারের মতো সেই স্থানে উঠলেন তিনি।

বিজ্ঞাপন

২০৩ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছেন মাহমুদুল্লাহ। স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেননি ভারতের যুবরাজ সিং। এটিই টাইগার ডানহাতি ব্যাটসম্যানকে সেই স্থানে তুলে দিয়েছে। তাকে পঞ্চম স্থান ছেড়ে দিতে ষষ্ঠ স্থানে নেমে গেছেন ভারতীয় অলরাউন্ডার।

টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। আর ব্যাটিং ও বোলিংয়ে শীর্ষস্থান অক্ষত আছে ভারতের বিরাট কোহলি এবং পাকিস্তানের ইমাদ ওয়াসিমের।

বিজ্ঞাপন

অলরাউন্ডার

‌র‌্যাংকিং

ক্রিকেটার

দেশ

রেটিং

সাকিব আল হাসান

বাংলাদেশ

৩৫৪ 

গ্লেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়া

৩৪৪

মারলন স্যামুয়েলস

ওয়েস্ট ইন্ডিজ

২৭৫

মোহাম্মদ নবী

আফগানিস্তান

২৭৫

মাহমুদুল্লাহ রিয়াদ

বাংলাদেশ

২০৩

যুবরাজ সিং

ভারত

২০২

পিটার বোরেন

নেদারল্যান্ডস

২০২

কোরি অ্যান্ডারসন

নিউজিল্যান্ড

২০১

মোহাম্মদ হাফিজ

পাকিস্তান

১৯৭

১০

পল স্টার্লিং

আয়ারল্যান্ড

১৯৪

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission