তামিমের অবসরে মুশফিক-রিয়াদদের আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০২৩ , ১১:৪৮ পিএম


তামিমের অবসরে মুশফিক-রিয়াদদের আবেগঘন বার্তা
ফাইল ছবি

একটা সময় বাংলাদেশে ক্রিকেটে ওপেনিংয়ে কোনো ভরসার নামই ছিল না। সেই আশার পালে আলো দেখিয়েছিলেন তামিম ইকবাল। ক্যারিয়ারের শুরুতেই অবলীলায় আগ্রাসী ব্যাটিংয়ে বোলারদের মাঝে ভয় ধরিয়ে দিতেন। এরপর তো ১৬ বছরের ক্রিকেট জীবনে টাইগারদের ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ড্যাশিং এই ওপেনার।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে অশ্রুসিক্ত হয়ে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম। এ সময় নিজের আবেগকে ধরে রাখতে পারেনি ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার।

এদিকে তার বিদায়ের ঘোষণার পর শোকাহত দেশের ক্রিকেটাঙ্গন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই আবেগঘন বার্তা দিয়ে তামিমকে বিদায়ী শুভেচ্ছা জানাচ্ছেন। এই তালিকায় রয়েছেন জাতীয় দলে এক সময়ে তার সতীর্থ মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকাররা। 

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রতিক্রিয়ায় মুশফিকুর রহিম বলেন, ‘আমরা একসঙ্গে দারুণ স্মৃতি ভাগাভাগি করেছি, সাফল্য উদযাপন করেছি। একসঙ্গে জিতেছি, কঠিন সময় কাটিয়েছি। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আমরা আর একই ড্রেসিংরুম ভাগাভাগি করব না, আমাদের দেশকে জেতাব না। তোর কৃতিত্ব ও যেভাবে চলে গেলি; তাতে আমি গর্বিত, আমি তোর পাশে আছি। ’

এদিকে জাতীয় দলের বাইরে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ লিখেন, ‘সব অবসরের সিদ্ধান্তই দুঃখজনক। আর তামিমের অবসরের সিদ্ধান্তে আমি হতবাক। এতবছর ধরে আমরা একসঙ্গে ক্রিকেট খেলেছি, অজস্র স্মৃতি আছে আমাদের একত্রে। বাংলাদেশ ক্রিকেটে তাঁর রয়েছে অসামান্য অবদান। তাঁর ভবিষ্যতের জন্য রইলো অনেক অনেক শুভকামনা।’

এর আগে মুস্তাফিজুর রহমান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘খবরটি শুনে আমি ভীষণ শকড। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না! আমি সব সময় আপনার দিক-নির্দেশনা, আমার কাঁধে আপনার সহযোগিতার হাত খুব মিস করবো তামিম ইকবাল ভাই’।

বিজ্ঞাপন

ওপেনিংয়ে তামিমের এক সময়ের সঙ্গী সৌম্য সরকার লিখেছেন, ‘বিদায় বলা আমাদের জীবনের একটা অংশ এবং এটা নিয়ে আমরা দুঃখিত না হই। বরং ভালো স্মৃতিগুলোকে ধারণ করে সুন্দর ভবিষ্যতের অপেক্ষায় থাকি। আমাদের সঙ্গে অসংখ্য স্মৃতি রেখে আপনি চলে যাচ্ছেন। আপনাকে আমাদের প্রত্যেকে মিস করবে। নতুন গন্তব্যে আপনার যাত্রা শুভ হোক। সবকিছুর জন্য ধন্যবাদ ভাই’।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission