‘টাইম ট্র্যাভেল থিয়েটার’ উদ্বোধন হলো পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ 

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ০৬:১১ পিএম


‘টাইম ট্র্যাভেল থিয়েটার’ উদ্বোধন হলো পাকিস্তানে
ফাইল ছবি

‘টাইম ট্র্যাভেল থিয়েটার’ নামে ব্যতিক্রমী একটি থিয়েটার নির্মাণ করা হয়েছে পাকিস্তানের করাচিতে। প্রদেশটির ডিনো সাফারি পার্কে থিয়েটারটির উদ্বোধন করেছেন মেয়র মুর্তজা ওহাব। জনবহুল করাচি শহরে বিনোদনমূলক এবং শিক্ষামূলক কার্যক্রম প্রচারের লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। 

এদিন থিয়েটারটির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র বলেন, এই ‘টাইম ট্র্যাভেল থিয়েটারের’ লক্ষ্য হলো পরবর্তী প্রজন্মের মধ্যে কল্পনা, শিক্ষা এবং আনন্দের বিকাশ ঘটানো। এই থিয়েটারের মাধ্যমে শিশুদের পরিবেশ সুরক্ষা, প্রাণীদের প্রতি দয়া এবং প্রকৃতির প্রতি ভালোবাসা সম্পর্কে সচেতন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

বিজ্ঞাপন

মুর্তজা ওহাব বলেন, যদি আমরা তিন থেকে পাঁচ বছর বয়সী শিশুদের এই মূল্যবোধগুলো শেখাই, তাহলে তারা আরও ভালো মানুষ হয়ে উঠবে। এই প্রকল্পটি করাচির বিনোদনমূলক এবং সাংস্কৃতিক কার্যক্রমে একটি মূল্যবান সংযোজন এবং থিয়েটারটি সকল নাগরিকের জন্য মানসম্পন্ন বিনোদন প্রদান করবে।

করাচি শহরের মেয়র জোর দিয়ে বলেন, সরকার শহরের উন্নতির জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে, সাফল্য নিশ্চিত করার জন্য জনসাধারণের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে অবশ্যই দেশের উন্নতি হবে।

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission