সম্প্রতি বিবাহবিচ্ছেদের মুক্তি বা স্বাধীনতা হিসেবে আনন্দে দুধ দিয়ে গোসল করেন ভারতের আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক আলী।
রোববার (১৩ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আসামের নলবাড়ী জেলার বাসিন্দা মানিক। স্ত্রীর সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না তার।
প্রতিবেদনে বলা হয়েছে, মানিক আলী সম্পূর্ণ ভিন্নভাবে বিবাহবিচ্ছেদ উদ্যাপন করে নেটিজেনদের তাক লাগিয়ে দিয়েছেন। যেদিন তার আইনজীবী তাকে ডিভোর্স চূড়ান্ত হওয়ার খবর দেন, আনন্দে সেদিন তিনি দুধ দিয়ে গোসল করে স্বাধীনতা উদ্যাপন করেন! শুধু তা-ই নয়, এই গোসল করার দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি, যা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
মানিক ও তার প্রতিবেশীদের অভিযোগ, তার স্ত্রী একাধিকবার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। একপর্যায়ে তারা দুজনই দাম্পত্য সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন।
মানিকের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নিজের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। পাশেই পলিথিনের ওপর রাখা চার বালতি দুধ। একেকটি বালতি থেকে তুলে দুধ গায়ে ঢালছেন তিনি।
এ সময় তাকে বলতে শোনা যায়, আজ আমি স্বাধীন। সে (তার স্ত্রী) বারবার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। পরিবারের শান্তির জন্য আমি এত দিন চুপ ছিলাম।
আমার আইনজীবী গতকাল আমাকে জানিয়েছেন, বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। এই স্বাধীনতাকে উদ্যাপন করতে আমি দুধ দিয়ে গোসল করছি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মানিকের স্ত্রী কমপক্ষে দুবার তাকে ফেলে প্রেমিকের কাছে চলে যান। এরপর এই দম্পতি বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নেন।
আরটিভি/এমএ/এস