ঊরুর মাংসপেশির চোটের কারণে ক্লাব বিশ্বকাপ মিস করেছেন এন্ড্রিক ফিলিপেস। গুঞ্জন রয়েছে রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে চাইলেও মাদ্রিদের ক্লাবটিতেই থাকতে চান তিনি। তাই নতুন মৌসুম শুরুর আগে ফিট হওয়া চাপ রয়েছে জাভি আলোনসোর পক্ষ থেকে। তাই হানিমুনেও ব্যক্তিগত ফিজিক্যাল ট্রেইনারকে নিয়ে গেছেন এন্ড্রিক।
গত ১৮ এপ্রিল বয়সে ৫ বছরের বড় প্রেমিকা মিরান্ডার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড এন্ড্রিক। বর্তমানে এই দম্পতি টোকিওতে হানিমুন করতে গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সেখানেও নিজের ফিটনেস নিয়ে কাজ করছেন এই তরুণ ব্রাজিলিয়ান।
স্প্যানিশ রেডিও ‘কাদেনা সার’ জানিয়েছে, ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসে থাকার সময় থেকে এন্ড্রিকের কাছে বিশ্বস্ত এই ট্রেইনার। সদ্য বিবাহিত স্ত্রী গ্যাব্রিয়েলিকে নিয়ে সেলেসাও তারকা জাপান সফরে থাকলেও, ট্রেইনারকে সঙ্গে নিয়ে গেছেন। দ্রুত পেশাদার ফুটবলে ফেরার আশায় নিয়মিত তার সঙ্গে পুনর্বাসনের জন্য কার্যকর সেশন অনুসরণ করছেন এন্ড্রিক।
তার ইনজুরির বিষয়টি ধরা পড়ে ফিফা ক্লাব বিশ্বকাপ চলাকালে। যেখানে রিয়ালের একাদশে সুযোগ পেয়েই গঞ্জালো গার্সিয়া নিজের সামর্থ্য দেখিয়েছেন, অন্যদিকে বেঞ্চে কাটিয়েছেন এন্ড্রিক।
এর আগে রিয়ালের সাবেক কোচ কার্লো আনচেলত্তি থাকাকালে লস ব্লাঙ্কোস দলে জায়গা হারান এন্ড্রিক। ম্যাচ টাইম কম পাওয়া নিয়ে তার অসন্তুষ্টির বিষয়ও গোপন থাকেনি।
আনচেলত্তির অধীনে রিয়ালে ৩৭ ম্যাচ খেলার সুযোগ হয়েছিল এন্ড্রিকের, এর মধ্যে বেশিরভাগ ম্যাচেই তিনি বদলি হিসেবে মাঠে নামেন। ওই সময়ে করেছেন ৭ গোল। নতুন কোচ ও মৌসুমে ভাগ্য বদলাবে বলে প্রত্যাশা রিয়ালের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। আশা করছেন জাবি আলোনসোর অধীনে সর্বোচ্চ সংখ্যক ইউরোপ চ্যাম্পিয়নদের জার্সিতে বড় সুযোগ আসবে।
তবে স্প্যানিশ গণমাধ্যমের তথ্যমতে– এন্ড্রিককে ধারে অন্য ক্লাবে পাঠাতে চায় রিয়াল, যাতে আরও বেশি খেলার সময় পান এবং ইউরোপীয় ফুটবলে খেলার প্রক্রিয়ায় উন্নতি করতে পারেন। তবে রিয়ালে থাকতেই সম্পূর্ণ মনোযোগী তিনি। বর্তমানে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তিনি।
উল্লেখ্য, এন্ড্রিকের স্ত্রী পেশায় পুষ্টিবিদ ও মডেল মিরান্ডা সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার হিসেবেও পরিচিত। তাকে বেশ কয়েকটি প্রখ্যাত পোশাক ও জুয়েলারি ব্র্যান্ডের মডেলিং করতে দেখা গেছে। গত বছরের মার্চে স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল।
ম্যাচ শেষে গ্যালারিতে গিয়ে এক তরুণীকে চুমু খেয়েছিলেন এন্ড্রিক। সামাজিক যোগাযোগমাধ্যমে চুমুর ছবি ভাইরাল হওয়ার পর জানা যায়, তার নাম গ্যাব্রিয়েলি মিরান্ডা। এরপর থেকে দুজন নেটিজেনদের আলোচনায় ছিলেন। এরপর চলতি বছরের শুরুতে বিয়ে করেন তারা।
আরটিভি/এসআর