কাকাকে নতুন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করার পরামর্শ ভক্তদের

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ০২ আগস্ট ২০২৫ , ০৫:১৯ পিএম


কাকাকে নতুন স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করার পরামর্শ ভক্তদের
ছবি: সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলে অতিপরিচিত একটু মুখ রিকার্ডো কাকা। ফুটবলে তার অর্জন সকলেরই জানা, কিন্তু এবার কাকাকে ব্যক্তিগত জীবনে খারাপ হওয়ার ও স্ত্রীকে কষ্ট দেওয়ার পরামর্শ দিয়েছেন তার ভক্তরা। অবাক হলেও এর পেছনে রয়েছে যৌক্তিক কারণ।

বিজ্ঞাপন

২০১৫ সালে প্রথম স্ত্রী ক্যারোলিন সেলেকোর সঙ্গে বিচ্ছেদ হয় বিশ্বকাপজয়ী এই তারকার। তারই বিচ্ছেদের কারণ ছিল, স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া ও ভালোবাসা।

সেই সময় কাকার সঙ্গে বিচ্ছেদের বিষয়ে ক্যারোলিন সেলেকো বলেছিলেন, কাকা কখনও আমার সঙ্গে প্রত্যারণা করেনি। সে সব সময় আমার খেয়াল রেখেছে। আমার সব প্রয়োজন মিটিয়েছে। দারুণ একটা পরিবার উপহার দিয়েছে। কিন্তু আমি সুখে ছিলাম না। কারণ সে আমার জন্য বেশি পারফেক্ট।

বিজ্ঞাপন
আরও পড়ুন

এরপর ২০১৯ সালে নতুন সঙ্গী ক্যারোলিনা বাতিস্তা লেইটের সঙ্গে আঙটি বদলের খবর দেন কাকা। পরবর্তীতে তাকে বিয়ে করেছেন ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা এ খেলোয়াড়। 

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন সঙ্গী ক্যারোলিনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন কাকা। সেই ছবি পোস্ট করার পর বলা যায় অন্যরকম অভিজ্ঞতার সামনে পড়েছেন তিনি। যেখানে পুরনো সম্পর্কের পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য রসিকতা করে ভক্তরা বিচিত্র সব পরামর্শ দিয়েছেন।

বিজ্ঞাপন

Screenshot_2025-08-02_171511

পোস্টে কিছু ভক্ত লিখেছেন, এবার ভেজা টাওয়েলটা কক্ষে ফেলে রাখবে এবং ইচ্ছে করে বিবাহবার্ষিকী ভুলে যাবে। কেউ কেউ তো মাঝে মধ্যে স্ত্রীর সঙ্গে বাজে ব্যবহার করার পরামর্শও দিয়েছেন। লিখেছেন, বন্ধুদের সাথে পার্টি করতে যাও এবং সপ্তাহে অন্তত একবার ভোরবেলা মাতাল হয়ে বাড়ি ফিরে এসো। 

Screenshot_2025-08-02_171041

এক ভক্ত লিখেছেন, এবার ময়লা কাপড় তার আশে পাশে ছড়িয়ে রাখবে। যাতে সেগুলো গুছাতে গুছাতে ছেড়ে যাওয়ার ফুসরত না পায়।’ অন্য একজন লিখেছেন, ‘গাড়ি থেকে নেমে তার জন্য দরজা খুলে দিও না, মাঝে মধ্যে তাকে ক্ষুধার্ত রাখবে।’

আরটিভি/এসআর -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission