চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আশরাফ চৌধুরীর সঙ্গে গান ও গিটারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক। লেখাপড়ার পাশাপাশি গানের প্রতি রয়েছে ভালোবাসা। সেই ভালোবাসা থেকেই অনার্স জীবনের শেষদিকে ‘বুকভরা সবুজের গান’ শিরোনামের গানটি লেখেন তিনি।
এরইমধ্যে কেটে গেছে ছয়টি বছর। এ সময় অসংখ্যবার সুর ও কম্পোজিশনে পরিবর্তন এনেছেন আশরাফ। ছন্দ ও তালে একের পর এক এক্সপেরিমেন্ট করেছেন। অবশেষে গত ৫ জুলাই ‘সেশনস উইথ আশরাফ’ ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে ‘বুকভরা সবুজের গান’ গানটি।
কাব্যিক কথা, সুর ও নিজস্ব গায়কীর জন্য গানটি বেশ প্রশংসা কুড়িয়েছে। আশরাফ জানান, সুন্দরবনসহ দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষনিধন, কর্মসংস্থানের অভাব, তারুণ্যের বিশাল অংশের হতাশাগ্রস্ত ও উদ্যমহীন দিনাতিপাত। তাদের শক্তি, সময় ও উদ্দীপনার বিপুল অপচয় পীড়া দিত সবসময়। ‘বুকভরা সবুজের গান’ এসবের গ্রাস থেকে মুক্ত এক জীবনের স্বপ্ন দেখায়।
ক্রিয়েটিভ টিম ‘চনা মনার ঠ্যাং’ নির্মিত গানটির মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন আশরাফ নিজেই।
আরটিভি/এএ