প্রকাশ্যে এহতেশাম রোমেলের ‘ঘুমের দেশে যাবি’

আরটিভি নিউজ

সোমবার, ৩০ জুন ২০২৫ , ০৩:৪১ পিএম


প্রকাশ্যে এহতেশাম রোমেলের ‘ঘুমের দেশে যাবি’

ভালোবাসার পরিভ্রমণে মানুষ চায় প্রিয়জনকে নিয়ে উড়াল দিতে। যেতে যেতে সে পাড়ি দেয় বহুদূরের পথ। আর সেই যাত্রায় থাকে ঘুমের দেশটাও। গানে গানে এরকমই স্বপ্নের ভ্রমণ সাজিয়েছেন ধ্রুব মিউজিক আমার গান প্রতিযোগীতার সিরাজগঞ্জের প্রতিযোগি এহতেশাম রোমেল। নিজের কথা ও সুরে তিনি গেয়েছেন ‘ঘুমের দেশে যাবি’ শিরোনামের গান।

বিজ্ঞাপন

গানটির সঙ্গীতায়োজন করেছেন এস পুলক, তরিক ও আমজাদ হোসেন। ভিডিও নির্মাণে ছিলেন আল মাসুদ। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। 

নিজের প্রথম মৌলিক গান নিয়ে উচ্ছ্বসিত রোমেল জানান, ‘প্রেমিক মনের অদ্ভুত বায়নার গান ’ঘুমের দেশে যাবি’। জীবনের প্রথম গান তাই ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু গানটি প্রকাশিত হওয়ার পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। যার কারণেই গানের প্রতি দায়বদ্ধতা আরও বেড়ে গেল। আমি সকলের দোয়া চাই।   
 
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি শুনতে পাওয়া যাচ্ছে স্বাধীন মিউজিক, স্পটিফাই, এ্যাপেল মিউজিকসহ দেশি-বিদেশি একাধিক মিউজিক প্লাটফর্মে।

বিজ্ঞাপন

আরটিভি/এএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission