একই গানচিত্রে নানামাত্রিক মেলবন্ধন ও নতুনত্ব

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৩:৪৫ পিএম


একই গানচিত্রে নানামাত্রিক মেলবন্ধন ও নতুনত্ব
ছবি: সংগৃহীত

সময়ের অন্যতম জনপ্রিয় রক কণ্ঠশিল্পী পলাশ নূর। বৃহস্পতিবার (১৭ জুলাই) ঘটা করে প্রকাশ হলো তার নতুন গানচিত্র ‘খুঁজি তোমায়’। তবে বড় খবর হলো গানটির সঙ্গে জড়িয়ে আছে বেশ কিছু নতুনত্ব। গানটিতে পলাশের সঙ্গে গায়কী ও গিটারবাদন নিয়ে যুক্ত হয়েছেন মাইলস প্রধান হামিন আহমেদ। সঙ্গে ড্রামস বাজিয়েছেন একই দলের সৈয়দ জিয়াউর রহমান তুর্য।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, গানটির মাধ্যমে ঘটেছে নানামাত্রিক মেলবন্ধন। এর ভিডিও বানিয়েছেন নামী নির্মাতা গাজী শুভ্র। সবশেষে এই গানচিত্র প্রকাশের মাধ্যমে যাত্রা হলো নতুন প্রযোজনা প্রতিষ্ঠান রুটনোট প্রোডাকশনস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর ইয়ামাহা মিউজিক স্টোরে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই বিশেষ গানচিত্রের প্রকাশনা উৎসব হয়।

Capture

বিজ্ঞাপন

গানটি প্রসঙ্গে পলাশ নূর বলেন, সংগীত মানেই ভাগ করে নেওয়া। এই গানটি শুধু একটি সুর নয়; এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরনো ও নতুনের সেতুবন্ধনে একটি নতুন সংগীতধারার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়া।

Capture.JPG_2

রুটনোট প্রোডাকশনস এর পরিচালক ইমরান আসিফ বলেন, সাধারণ একজন সংগীতপ্রিয় শ্রোতা হিসেবেই ৩ মাস আগে গানটার ডেমো শুনে মনে হয়েছিল এটার একটা যথাযথ প্রযোজনা হওয়া  উচিত। সেটা পলাশকে বলি আর সেই ধারণা থেকে প্রথমে হামিন ভাই এবং তারপর তূর্য ভাইকে অনুরোধ করি গানটিতে তাদের নিজ স্বকীয়তা যোগ করতে। ভিডিওর জন্য আমাদের একমাত্র পছন্দ ছিল শুভ্র ভাইকে, ওনাকেও অনুরোধ করায় রাজি হলেন। সেখান থেকেই আজকের এই গান ও ভিডিওর প্রকাশ অনুষ্ঠান। গানটিতে হামিন ভাইয়ের গায়কী ও অসাধারণ গিটার সলো পলাশের সঙ্গে একটা অনন্য মাত্রা যোগ করেছে। এটার প্রযোজনা করতে গিয়ে রুটনোট প্রোডাকশনস নামের মিউজিক লেবেল কোম্পানিটাও ঘটনাচক্রে প্রতিষ্ঠা করা হলো। আশা রাখি রুটনোট ভবিষ্যতে আরও অসাধারণ প্রযোজনায় যুক্ত থাকবে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, এই প্রকাশনা উৎসবে ‘খুঁজি তোমায়’ সংশ্লিষ্টরা ছাড়াও হাজির ছিলেন মানাম আহমেদ, বাপ্পা মজুমদার, টিপু, আলিফ, ফয়সাল, শাহান কবন্ধ, শুভ প্রমুখ।  

বিজ্ঞাপন

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission