শেফালির মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ, যা জানা গেল

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৮ জুন ২০২৫ , ০২:৩২ পিএম


শেফালির মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ, যা জানা গেল
ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলিউড অভিনেত্রী শেফালি জারিওয়ালা। এ সময় তাড়াহুড়া করে হাসপাতালে নেওয়া হয় তাকে। জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক জানান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। 

বিজ্ঞাপন

তবে এ অভিনেত্রীর মৃত্যুর কারণ নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। হৃদরোগ নাকি অন্য কারণ রয়েছে শেফালির মৃত্যুর পেছনে তা নিশ্চিত হতে মাঠে নেমেছে ভারতীয় পুলিশ। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপোর্ট বলছে অভিনেত্রীর মৃত্যু হৃদরোগে। কিন্তু মুম্বাই পুলিশের কাছে তার মৃত্যু ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত নাকি লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য তা জানতে অভিনেত্রীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মুম্বাইয়ের কুপার হাসপাতালে। 

বিজ্ঞাপন
আরও পড়ুন

এদিকে অভিনেত্রীর বাড়িতে পৌঁছায় ফরেনসিক টিম। রাত ১টার সময় কুপার হাসপাতালে ময়নাতদন্ত শেষ হলে সেই রিপোর্টেও ধোঁয়াশা কাটেনি। এমনটাই জানানো হয়েছে মুম্বাই পুলিশ।

বিজ্ঞাপন

শোবিজে শুরুর দিকে মডেলিং করতেন জারিওয়ালা। ৩৫টির মতো মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। ২০০৪ সালে বলিউডে তার অভিষেক হয়। ‘মুঝসে শাদি করোগে’ ছবিতে ক্যামিও-র মাধ্যমে এই পথচলা শুরু হয় তার।

বিজ্ঞাপন

Screenshot_2025-06-28_143159

ব্যক্তিগত জীবনে একাধিক পুরুষের সঙ্গে নাম জড়িয়েছে শেফালির। ২০০২ সালে ঘর বেঁধেছিলেন। তবে সে সংসার স্থায়ী হয়নি। মানসিক ও শারীরিক অত্যাচারের অভিযোগ এনে স্বামীর সঙ্গে বিচ্ছেদ করেন তিনি।

বিচ্ছেদের পর অনেকটা আড়ালে চলে যান শেফালি। এরপর ২০১৪ সালে ঘর বাঁধেন পরাগ ত্যাগীর সঙ্গে। দুজনে ‘বিগ বস ১৩’-এ প্রতিযোগী ছিলেন। সংসার জীবনেও সুখী ছিলেন তারা।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission