‘সড়কে চাঁদা না দিলেই মারধর করা হয় চালকদের’ 

নরসিংদী প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫ , ০১:০৯ পিএম


‘সড়কে চাঁদা না দিলেই মারধর করা হতো চালকদের’ 
ছবি: সংগৃহীত

নরসিংদীতে সড়কে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি করার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম।

গ্রেপ্তারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার মো. ফোরকান উদ্দিন (৪৬) ও নরসিংদীর রবি মিয়া (২৬)। তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৮৪০ টাকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারের সময় ফোরকান ও রবি নরসিংদী পৌরসভা সংলগ্ন স্বাধীনতা চত্বর এলাকায় সড়কে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের থেকে অর্থ আদায় করছিলেন।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয় চালকরা জানান, নরসিংদীতে দীর্ঘদিন ধরে একটি মহল পৌরসভার টোলের নাম করে রাস্তায় যানবাহন থামিয়ে অবৈধভাবে টাকা আদায় করে আসছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক চালক বলেন, চাঁদা পরিশোধ না করলে আমাদের রাস্তায় মারধর করা হয়। আমরা অসহায়ের মতো ওদের কাছে জিম্মি। 

বিজ্ঞাপন

এ বিষয়ে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আনোয়ার হোসেন শামীম বলেন, আমরা নরসিংদীকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে পদক্ষেপ নিয়েছি। এর অংশ হিসেবে আজ সড়কে চাঁদাবাজিরত ২ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজ চক্র যতো প্রভাবশালীই হোক, জেলাবাসীর স্বার্থ নিশ্চিত করতে আমরা যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission