আমিরের চোখে সেরা কোহলি

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বুধবার, ১৯ জুলাই ২০১৭ , ০৯:১৫ এএম


আমিরের চোখে সেরা কোহলি

বলুন তো বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? ভালোই তো ঝামেলায় ফেললেন বাপু! জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, বিরাট কোহলি-সবাই তো দোর্দণ্ড প্রতাপে ক্রিকেট বিশ্ব শাসন করছেন। তো এখন কাকে ছেড়ে কার কথা বলি! হ্যাঁ, বর্তমানের সেরা ব্যাটসম্যান পিক করতে অনেকেই দোটানায় ভুগবেন-এটাই স্বাভাবিক। তবে হালের সেরা ব্যাটসম্যান বেছে নিতে মোটেই দ্বিধাদ্বন্দ্বে পড়েননি পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আর কেউ নন; সময়ের সেরা ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বিজ্ঞাপন

সম্প্রতি টুইটারে চ্যাট অধিবেশনের আয়োজন করেন আমির। এ সময় তার কাছে এককথায় জানতে চাওয়া হয়- বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান কে? কোনো চিন্তাভাবনা ছাড়াই লেখেন, বিরাট কোহলি।

পরে ফের প্রশ্ন করা হয়-জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন ও কোহলির মধ্যে সেরা কে? এবারো অকপটে উত্তর ২৫ বছরের পেসারের। এবারো নিজের অবস্থানে অনড়। বললেন, তারা সবাই ভালো। তবে নির্দিষ্ট করে বললে বিরাট কোহলি।

বিজ্ঞাপন

গোটা ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে গেলো মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতেছে আনপ্রেডিক্টেবল পাকিস্তান। নিজেদের ক্রিকেট ইতিহাসে পাকিস্তানকে প্রথমবারের মতো এ শিরোপা জেতাতে অগ্রণী ভূমিকা রাখেন আমির। ফাইনালে বিশ্বের সেরা ব্যাটিং লাইনআপ হিসেবে পরিচিত ভারতীয় দলকে নিজের ওপেনিং স্পেলেই ধসিয়ে দেন। একে একে তুলে নেন বিরাট কোহলি, শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উইকেট।

চ্যাট অধিবেশনে নিজের প্রথম চ্যাম্পিয়নস ট্রফিতে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারের উইকেট শিকারের আনন্দের কথাও উল্লেখ করেন আমির। ২০০৯ চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের ম্যাচে সেঞ্চুরিয়নে টেন্ডুলকারের (৮) উইকেট শিকার করেন তিনি। ওই ম্যাচে পাকিস্তান জয়ও পায়।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission