রিজওয়ানকে এক হাত নিলেন আমির

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

রোববার, ০২ মার্চ ২০২৫ , ১১:১৯ পিএম


আমির
ছবি: এএফপি

চলমান ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানের জন্য শিরোপা পুনরুদ্ধারের মঞ্চ ছিল। কিন্তু ঘরের মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বাবর-রিজওয়ানরা। যার ফলে ক্রিকেটারদের রীতিমতো শূলে চড়াচ্ছেন দর্শক ও সাবেক ক্রিকেটাররা। পাকিস্তানের এমন বাজে পারফরম্যান্সের জন্য অধিনায়ক রিজওয়ানকে দায়ী করেছেন মোহাম্মদ আমির।

বিজ্ঞাপন

রিজওয়ানের নেতৃত্ব নিয়ে আমির বলেন, রিজওয়ান... (হাসি) তুমি ফেরারি থেকে রিকশায় নেমে এসেছো! এক সময় আমি রিজওয়ানকে পছন্দ করতাম, কারণ সে ঘরোয়া ক্রিকেট ও পিএসএলে অধিনায়কত্ব করেছে এবং সেখানে সফল ছিল। তার দল ফাইনালও খেলেছে।

তিনি বলেন, হঠাৎ করে ২-৪ মাসের মধ্যে তার সিদ্ধান্তগুলো বদলে যেতে লাগলো। আমি জানি না কেন বা কী হয়েছে, কারণ আমি ২-৪ মাস ধরে তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করিনি। কিন্তু সে যেভাবে আচরণ করছে, তার সিদ্ধান্তগুলো খুবই অদ্ভুত লাগছে।

বিজ্ঞাপন

প্রথম দিকে রিজওয়ানকে সাহসী অধিনায়ক মনে হলেও, কয়েক মাসের মধ্যেই তার সিদ্ধান্তগুলো সন্দেহজনক হয়ে ওঠে বলে মন্তব্য করেন আমির। 

তার ভাষ্য, যদি অধিনায়ক বলে যে তার কোনো ক্ষমতা ছিল না, তাহলে সেটা মিথ্যে। তার কাছে ক্ষমতা ছিল। যেভাবে রিজওয়ানকে অধিনায়ক করা হয়েছে, সেভাবে সে চাইলে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারত, কিন্তু সে তা করেনি। আমি জানি না কেন।

আরও পড়ুন

‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিশাল হার দিয়ে যাত্রা শুরু করেছিল পাকিস্তান। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলতে পাড়ি জমায় দুবাইয়ে। রাজনৈতিক টানাপোড়েনের কারণে ভারত পাকিস্তানে না গিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইতে খেলায় ম্যাচ নিয়ে অনেক বিতর্ক ছিল। কিন্তু ম্যাচ নিয়ে এত আলোচনা, তা শেষ পর্যন্ত একপেশে লড়াইয়ে।

বিরাট কোহলির দুর্দান্ত পারফরম্যান্সে সহজ জয় পায় ভারত। ম্যাচ জেতানো ইনিংসে নিজের ৫১তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন বিরাট কোহলি। এই হার পাকিস্তানের জন্য কার্যত নকআউট ধাক্কা হয়ে আসে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

আরটিভি/এসআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission