আমির গোপনে দোহা সফর করেননি: জামায়াত

আরটিভি নিউজ

রোববার, ০১ জুন ২০২৫ , ১০:৫৪ পিএম


আমির গোপনে দোহা সফর করেননি: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গোপনে দোহা সফর করেননি, বরং তাকে বিতর্কিত করার হীন উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।  

বিজ্ঞাপন

রোববার (১ জুন) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম এক বিবৃতিতে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অতি সম্প্রতি গোপনে কাতারের রাজধানী দোহা সফর করেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়িয়ে পড়েছে, তা সত্য নয়। 

আমাদের বক্তব্য হলো জামায়াত আমির অতি সম্প্রতি কাতারের রাজধানী দোহা কিংবা অন্য কোনো দেশ সফর করেননি। তিনি দেশেই ছিলেন। দেশবাসীর জ্ঞাতার্থে ২৮ মে থেকে ৩১ মে পর্যন্ত ডা. শফিকুর রহমান দেশেই নানা প্রোগ্রামে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, ২৮ মে (বুধবার) সকালে ডা. শফিকুর রহমান সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে শাহবাগ মোড়ে সংবর্ধনা দিয়েছেন এবং বেলা সাড়ে ১১টার দিকে মগবাজার আল-ফালাহ মিলনায়তনে তার সঙ্গে মতবিনিময় করেছেন। 

তিনি একই দিন বিকেলে মগবাজার কাজী অফিস লেনে সাবেক আমিরে জামায়াত অধ্যাপক গোলাম আযমের কবর এবং আজিমপুর কবরস্থানে যথাক্রমে ব্যারিস্টার আবদুর রাজ্জাক ও এ টি এম আজহারুল ইসলামের স্ত্রীর কবর জিয়ারত করেন।

২৯ মে (বৃহস্পতিবার) সারা দিন নিজ বাসা বসুন্ধরায় এবং একই দিন রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছেন।

বিজ্ঞাপন

৩০ মে (শুক্রবার) ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেছেন। একইদিন বাদ মাগরিব কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

২৯ ও ৩০ মে কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত আমিরের প্রবেশ ও বৈঠকের সিসিটিভি ফুটেজ আমাদের অফিসে সংরক্ষিত রয়েছে; যে কেউ চাইলে তা যাচাই করে দেখতে পারেন। 

৩০ ও ৩১ মে (শুক্রবার ও শনিবার) রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের দুইদিনব্যাপী অনুষ্ঠিত শিক্ষাশিবিরের সমাপনী দিনে আমিরে জামায়াত প্রধান অতিথির বক্তব্য রাখেন; যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোম মাধ্যমে এবং শিক্ষাশিবিরে প্রদত্ত বক্তব্য দৈনিক পত্রিকায় এসেছে। ৩১ জামায়াত আমির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সকাল ৭টায় সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন এবং একই দিন সন্ধ্যা ৭টায় সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় অবতরণ করেন।

ছড়ানো মিথ্যা তথ্যানুযায়ী, জামায়াত আমির যদি দেশের বাইরে গিয়ে থাকেন, তবে তার সকল তথ্য বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে থাকার কথা। কেউ চাইলে সেটিও যাচাই করে দেখতে পারেন।

তিনি আরও বলেন, আমরা মনে করি, জামায়াত আমিরকে জনগণের নিকট হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার হীন উদ্দেশ্যেই তার বিরুদ্ধে এই মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে। তাকে বিতর্কিত ও হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো থেকে বিরত থাকার জন্য আমরা জামায়াতের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission