কক্সবাজারে আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস সম্মেলন অনুষ্ঠিত

আরটিভি নিউজ

বুধবার, ০৯ জুলাই ২০২৫ , ০১:১৪ পিএম


কক্সবাজারে আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস সম্মেলন অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

আকিজ ইনসাফ গ্রুপের একটি স্বনামধন্য অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড কক্সবাজারের সি-প্যালেস হোটেলের বলরুমে তাদের বার্ষিক সেলস কনফারেন্স ২০২৫ সফলভাবে সম্পন্ন করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সানশাইন ব্র্যান্ডের আটা, ময়দা, সুজি, তেল, চাল, ডালসহ অন্যান্য ভোগ্যপণ্য বিক্রয়সংশ্লিষ্ট প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেন।

বিজ্ঞাপন

সম্মেলনটির মূল উদ্দেশ্য ছিল গত বছরের বিক্রয় পর্যালোচনা, ভবিষ্যৎ কৌশলগত লক্ষ্য নির্ধারণ, ব্যবসায়িক পরিধি বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচন এবং কোম্পানির নীতিমালার ওপর আলোকপাত করা।

অনুষ্ঠানে উপস্থিত বিক্রয়কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আকিজ-ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন। তিনি কোম্পানির সাফল্য অর্জনে বিক্রয় দলের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে তাদের উৎসাহিত করেন।

বিজ্ঞাপন

সম্মেলনে কোম্পানির বিক্রয় পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণ, ২০২৫ সালের জন্য নির্ধারিত ভবিষ্যৎ লক্ষ্যসমূহ, ব্যবসায়িক পরিসর বিস্তারের পরিকল্পনা এবং প্রাসঙ্গিক নীতিমালা নিয়ে আলোচনা করেন আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেডের নির্বাহী পরিচালক অনুপ কুমার সাহা।

উল্লেখ্য, আকিজ ফ্লাওয়ার মিলস লিমিটেড ২০১৬ সাল থেকে নারায়ণগঞ্জে অবস্থিত তাদের অত্যাধুনিক ১ হাজার ২০০ মেট্রিক টন দৈনিক উৎপাদনক্ষমতার ফ্যাক্টরির মাধ্যমে আটা, ময়দা ও সুজি উৎপাদন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রতিষ্ঠানটি ক্রেতাসন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সফলভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission