কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মৃত্যু ও স্বাস্থ্যঝুঁকি নিরসনে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রোববার (২৭ জুলাই) সকালে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পর্যটন কর্পোরেশনের উপল রেস্টহাউজে শুরু হয় চারদিনের এ প্রশিক্ষণ কার্যক্রম। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম আশরাফ আলম।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহ্উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম, রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক (প্রশিক্ষণ) সাবিনা ইয়াসমিন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. বশির উদ্দিন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজিম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে দ্রুত উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, বিশেষত সিপিআর (কার্ডিও পালমোনারি রিসাসিটেশন) প্রদানে দক্ষ জনবল গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সৈকতে কোনো পর্যটক দুর্ঘটনাক্রমে ডুবে গেলে তাৎক্ষণিক উদ্ধার ও সঠিক প্রাথমিক চিকিৎসা দিলে মৃত্যুঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। সুরক্ষিত সমুদ্র সৈকত গড়তে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, চারদিনব্যাপী এ প্রশিক্ষণে ১০৭ জনকে চারটি গ্রুপে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে বিচকর্মী, লাইফগার্ড, জেটস্কি ও বিচবাইক চালক, টিউব মালিকসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করছেন।
আরটিভি/এমকে