ঢাকার মিটফোর্ডের হত্যার রেশ কাটতে না কাটতেই এবার রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমানকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। রোববার বেলা পৌনে ১২টার দিকে শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ ঘটনা ঘটে।
সোমবার (১৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
স্থানীয়রা আহত অবস্থায় চেয়ারম্যানকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন। হাবিবুর রহমান শহীদওয়াবপুর ইউনিয়নের আহলাদিপুর গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান বলেন, মোটরসাইকেল কিনবে বলে স্থানীয় আল আমিন শেখসহ কয়েকজন সন্ত্রাসী তার কাছে কয়েক দিন ধরে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।
টাকা দিতে অস্বীকার করার রোববার দুপুরে পরিষদের ভেতরে প্রবেশ করে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫ থেকে ৭ জন সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।
এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, চেয়ারম্যান হাবিবুর রহমানের কাছে চাঁদা দাবির বিষয় থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে হামলার ঘটনা সাংবাদিকদের কাছ থেকে জানতে পেরেছি।
আরটিভি/এমকে