টাঙ্গাইলের ২৬ হাজার খামারে প্রস্তুত ২ লাখ ৩৭ হাজার পশু

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ 

বুধবার, ২৮ মে ২০২৫ , ০৬:৫৫ পিএম


টাঙ্গাইলের ২৬ হাজার খামারে প্রস্তুত ২ লাখ ৩৭ হাজার পশু
ছবি: আরটিভি

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শেষ সময়ে টাঙ্গাইলের খামারগুলোতে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। খামারে খামারে চলছে কোরবানির পশুর বাড়তি যত্ন। ভারতীয় গরু না আসলে ও বাজারমূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে স্বপ্নপূরণের আশা দেখছেন খামারিরা। গো-খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় শঙ্কায়ও রয়েছে অনেক খামারি। 

বিজ্ঞাপন

জানা যায়, টাঙ্গাইলে ছোট-বড় মিলিয়ে ২৬ হাজার ২০৩টি খামার রয়েছে। এসব খামারে দেশীয় পদ্ধতিতে চলছে পশু মোটাতাজাকরণ প্রক্রিয়া। খাওয়ানো হচ্ছে খড়, ঘাস, গমের ভূষি, ভাত, চিটাগুড়, খৈলসহ দানাদার খাবার। খামারগুলোতে পশু হৃষ্টপুষ্ট করার কাজ প্রায় শেষ। এখন শুধু বিক্রির পালা। দেশীয় গরুর পাশাপাশি শাহীওয়াল, ব্রাহমা, হরিয়ানাসহ নানা বিদেশি গরু রয়েছে খামারে। 

এদিকে খামারের বাইরেও চরাঞ্চলের প্রতিটি বাড়িতে লালন-পালন করা হচ্ছে দেশীয় ষাড় গরু। গ্রামের নারীরা স্বাবলম্বী হতে এসব গরু লালন-পালন করছেন। ভালো দাম পাওয়ার আশা তাদের।

বিজ্ঞাপন

জেলা প্রাণিসম্পদ বিভাগের তথ্যমতে, টাঙ্গাইলের খামারগুলোতে কোরবানিযোগ্য পশু রয়েছে ২ লাখ ৩৬ হাজার ৯৯০টি। এর মধ্যে ১ লাখ ৫ হাজার ৬৯টি গরু, ১ লাখ ২২ হাজার ৩৮২টি ছাগল, ৯ হাজার ১১৯টি ভেড়া ও ৪২০টি মহিষ রয়েছে। জেলার ১২টি উপজেলায় এবার কোরবানি পশুর চাহিদা ২ লাখ ১১ হাজার ৯৭৪টি। চাহিদা মিটিয়ে উদ্বৃত্ব থাকবে ২৫ হাজার ১৬টি পশু। যা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হবে।

ঘাটাইল উপজেলার খায়ের পাড়া গ্রামের খামারি সুমন মিয়া জানান, তার খামারে ৪৭ ষাড় ও বলদ রয়েছে। খামার থেকেই গরু বিক্রি হয়ে যাচ্ছে। সীমিত লাভেই তিনি গরু বিক্রি করছেন। দামও ভালো পাওয়া যাচ্ছে নলে জানিয়েছেন তিনি। 

ভূঞাপুরের আরেক খামারি রাফি চকদার জানান, কোরবানির ঈদকে সামনে রেখে তার খামারে ১০০ টি দেশি-বিদেশি ষাড় ও বলদ গরু মোটাতাজা করা হয়েছে। খামার থেকে গরু বিক্রি হওয়ার পর যা থাকবে তা হাটে বিক্রির চিন্তাভাবনা করছেন তিনি। বাজারমূল্য ঠিক থাকলে আর ভারতীয় গরু না আসলে লাভের আশা করছেন তিনি।

বিজ্ঞাপন

গাজীপুর থেকে খামারে গরু কিনতে আসা আজহারুল ইসলাম জানান, হাট ঘুরে কিনতে ঝামেলা মনে হওয়ায় খামার থেকেই গরু কেনেন প্রতি বছর। এবারও তাই করবেন তিনি। দাম নিয়ে তেমন কোনো অভিযোগ নেই তার। 

বিজ্ঞাপন

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহীদুল আলম জানান, টাঙ্গাইলে ২৬ হাজারেরও বেশি খামারে কোরবানির জন্য পশু লালন পালন করা হচ্ছে। খামারিদের সবসময় পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। এবার খামারিরা লাভবান হবে বলেও জানিয়েছেন তিনি। 

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission