টাঙ্গাইল রেল স্টেশনের পাশে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৬ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে শুক্রবার রাত ১২ টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে পেছনে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর থানার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার দুলাল চন্দ্র (২৮), সজিব খান (১৯) এবং রুপু মিয়া (২৭)। তারা তিনজনই সিএনজিচালিত অটোরিকশা চালক।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ভুক্তভোগী তরুণী ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর থেকে ঢাকা এয়ারপোর্ট রেলস্টেশনে আসেন। সেখান থেকে তিনি চট্টগ্রাম যাওয়ার জন্য ভুলবশত উত্তরবঙ্গগামী দ্রুতযান ট্রেনে উঠে পড়ে। এ সময় তিনি ঘুমিয়ে পড়েন, ঘুম থেকে উঠে অন্যযাত্রীদের কাছে জিজ্ঞাসা করলে টাঙ্গাইলের কথা বলেন। পরে ওই তরুণী রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন।
এ সময় তিনি স্টেশনে নেমে জিআরপি পুলিশকে বিষয়টি জানান। পরে জিআরপি পুলিশের এক সদস্য অটোরিকশা চালক দুলালকে ওই তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার কথা বলেন। এ সময় তরুণীকে ফুসলিয়ে প্রথমে স্টেশনের পেছনে কাঠবাগানে নিয়ে দুলাল ধর্ষণ করে। পরে স্টেশন সংলগ্ন ব্রাহ্মণকুশিয়ায় অভিযুক্ত রুপু মিয়ার বাড়িতে নিয়ে রুপু মিয়া ও সজিব খানও ধর্ষণ করে।
এ ঘটনার পরে ভুক্তভোগী তরুণী ভোরের দিকে রেলস্টেশনে গিয়ে রেল পুলিশকে ধর্ষণের বিষয়টি জানালে তারা থানা পুলিশকে জানায়।পুলিশ অভিযান চালিয়ে সকালের দিকে অভিযুক্তদের গ্রেপ্তার করেন। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, বাদীর অভিযোগ পেয়েছি। আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরটিভি/এএএ