পার্বতীপুর সড়কে রাজারামপুর নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে বাবার সঙ্গে থাকা আনিতা (৯) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী থানার ওসি মতিউর রহমান।
তিনি বলেন, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চিরিরবন্দর আমেনা বাকি রেসিডেন্সিয়ালের তৃতীয় শ্রেণির ছাত্রী আনিতা তার বাবা হাসনাত মোটরসাইকেলে করে শহর থেকে চিরিবন্দরে যাওয়ার পথে সদর উপজেলার রাজারাম নামক স্থানে দুর্ঘটনার শিকার হোন। ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে আনিতা নিহত হয়।
তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আনিতার বাবা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। নিহত আনিতার বাবা চিরিরবন্দর মহিলা কলেজের প্রভাষক হাসনাত। এ ঘটনায় চালকসহ ট্রাকটিকে আটক করা হয়েছে।
আরটিভি/এমকে/এআর