দিনাজপুরের বিরামপুরে মাঠে কাজ করতে যাওযার সময় বজ্রপাতে ডিস্ট্রিক্ট প্রিন্স (৩৫) নামের এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের চাপড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ডিস্ট্রিক্ট প্রিন্স ওই এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ি থেকে মাঠে কাজ করতে যাচ্ছিলেন ডিস্ট্রিক্ট প্রিন্স। বাড়ির অদূরে বিকট শব্দে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়েছি। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরটিভি/এমকে/এস