নতুন করে ফ্যাসিবাদ তৈরি করলে তরুণ প্রজন্ম মেনে নেবে না: শিবির সভাপতি

পঞ্চগড় প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ১১:৪৬ পিএম


নতুন করে ফ্যাসিবাদ তৈরি করলে তরুণ প্রজন্ম মেনে নেবে না: শিবির সভাপতি
ছবি: আরটিভি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নতুন করে ফ্যাসিবাদ তৈরি করলে নতুন প্রজন্ম মেনে নেবে না। কারণ নতুন যে প্রজন্ম তৈরি হয়েছে তা সুপ্ত আগ্নেয়গিরির মত। তারা যে কোন সময় যে কোন প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে। ফ্যাসিবাদ তৈরি করলে অতীতের ফ্যাসিবাদীদের চেয়ে ভয়াবহ পরিণতি হবে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটরিয়ামে মেধাবী শিক্ষার্থী ও শিবির কর্মীদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে দেশপ্রেমের মিথ্যে বয়ান তুলে এবং ৭১’র চেতনার কথা বলে গণহত্যা চালানো হয়েছে। আলেম ওলামাদের হত্যা করা হয়েছে। দেশের সেরা চৌকস মানুষগুলোকে হত্যা করা হয়েছে। সেনা অফিসারদের হত্যা করা হয়েছে। যারাই সরকারের বিরুদ্ধে কথা বলেছে আইন আদালতের মাধ্যমে তাদের প্রচুর নির্যাতন করা হয়েছে। দেশপ্রেমের কথা বলে যে অর্থ বিদেশে পাচার করা হয়েছে তা দিয়ে দেশের চারটি বাজেট করা যেতো। 

বিজ্ঞাপন

জাহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এখানে সকলের অবদান রয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় অনেকের মাঝে আমি বিপ্লবের মত প্রতিচ্ছবি দেখি না। তারা ঠিক আগের মতোই ফ্যাসিবাদ কায়েম বা পুনর্বাসন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। চব্বিশে তরুণদের বিপ্লবের মাধ্যমে যে চেতনা আমরা ধারণ করেছি এই চেতনাকে সহজে কেউ ম্লান করে দিতে পারবে না। আমরা এমন একটি প্রজন্ম যারা অন্যায়কে মেনে নিতে পারি না। আমি মনে করি যারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বসবাস করছে। যে নেত্রী তার নেতাকর্মীদের বিপদে ফেলে হেলিকপ্টারে করে পার্শ্ববতী দেশে পালিয়ে যেতে পারে সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছেন তারা বোকা। আপনাদের নির্মম পরিণতির জন্য দায়ী যে নেত্রী সেই নেত্রীর জন্য আবার আপনারা নিজেদের ঝুঁকিতে ফেলছেন। আমি তাদের এ বিষয়ে সংশোধন ও সতর্ক হতে বলবো। সবাইকে ন্যায়ের পক্ষে থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, নায়েবে আমির মফিজ উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি তোফায়েল প্রধান , জামায়াত নেতা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ হিমু, জেলা শিবিরের সভাপতি জুলফিকার রহমান উপস্থিত ছিল। প্রায় পাঁচ শতাধিক সাধারণ শিক্ষার্থী ও শিবির কর্মী এই প্রশিক্ষণ অনুষ্ঠানে অংশ নেন। 

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission