‘গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে’

আরটিভি নিউজ

শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ০৮:২৯ পিএম


‘গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে’
সংগৃহীত ছবি

গোপালগঞ্জ থেকে ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলতে হবে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

বিজ্ঞাপন

বুধবার (১৬ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মুকাররম উত্তর গেইটে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন। 

ইউনুস আহমদ বলেন, দেশের আমূল সংস্কার না হলে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে। প্রশাসন, আইন ও নির্বাচন কমিশন অবশ্যই সংস্কার করতে হবে। তা না হলে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। 

বিজ্ঞাপন

তিনি বলেন, অধিকাংশ দল পিআর চাইলেও একটি দল পিআর চাচ্ছে না। দেশব্যাপী আইনশৃঙ্খলার চরম অবনতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের দৌরাত্মের কারণে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য প্রশাসনিক ব্যর্থতায়ই দায়ী।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার এখনও যথাযথ ক্ষতিপূরণ পায়নি, আহতরা সুচিকিৎসার অভাবে এখনও হাসপাতালে কাতরাচ্ছে। ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায়, পরিবহন ব্যবসায়ীরা চাঁদাবাজদের অত্যচারে অতিষ্ঠ।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের বিষয়ে তিনি বলেন, কিছুদিন আগেও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, আমাদের দেশে কোনো জঙ্গি নেই। যখন জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি হয়েছে, তখনই দেশে নতুন করে জঙ্গি নাটকের অবতারণা হচ্ছে। যারা জঙ্গি নাটকের কলাকুশলী ও অভিনেতা, তাদের সবাইকে জাতির সামনে স্পষ্ট করতে হবে এবং কঠোর শাস্তির আওতায় আনতে হবে।

বিজ্ঞাপন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, আব্দুল আউয়াল মজুমদার, মুফতী ফরিদুল ইসলাম, মুফতী মো. মাছউদুর রহমান, যুবনেতা মোহাম্মদ ইলিয়াস হোসাইন, ছাত্রনেতা মাহবুবুর রহমান নাহিয়ান বক্তব্য রাখেন। 

বিজ্ঞাপন

আরটিভি/আরএ/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission