পারস্পরিক সহযোগিতা না থাকলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে: রিজভী

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ , ১০:৫৮ পিএম


পারস্পরিক সহযোগিতা না থাকলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে: রিজভী
ফাইল ছবি

পারস্পরিক সহযোগিতা না থাকলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, আমাদের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। তা না হলে রাষ্ট্র থাকবে না, সমাজ থাকবে না। আবার ফ্যাসিবাদের উত্থান হবে। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গণতন্ত্রে আলোচনা থাকবে সমালোচনা থাকবে আবার ভিন্নমতও থাকবে। একে অন্যকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের অন্যতম একটা বৈশিষ্ট্য। এটা যেমন গণতন্ত্রের একটা বৈশিষ্ট্য, একইভাবে রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সামাজিক গণতন্ত্র সুসংহত ও শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে।

জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমরা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তরুণ বাচ্চাদের যে আওয়াজ পেয়েছি, ঐক্যবদ্ধভাবে আন্দোলন সফল করার তাদের যে আকুতি, প্রাণকে উৎসর্গ করা মহিমান্বিত রূপ আমরা দেখেছি-তা আজও আমাদের ঐক্যবদ্ধ করে। 

তিনি বলেন, মুগ্ধের একটি কথা, ‘পানি লাগবে পানি’ এই কথাতেই একটি মহাকাব্য রচনা হতে পারে। সুতরাং আর যেন কোনো মুগ্ধ, আবু সাঈদ, ওয়াসিম আকরাম ঝরে না যায়। এজন্য জাতীয়ভাবে কোথাও না কোথাও একটা পারস্পরিক সহযোগিতার জায়গা থাকতে হবে।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission