সেপটিক ট্যাংক থেকে অপহৃত কলেজ ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২

ঠাকুরগাঁও প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ , ০১:৪২ পিএম


ঠাকুরগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে অপহৃত কলেজ ছাত্রের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২
ছবি: আরটিভি

অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামে এক কলেজ ছাত্রকে অপহরণ করে ২৫ লাখ টাকা মুক্তিপণ আদায় করার পরও তাকে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে ফেলে দেওয়ায় বিক্ষুব্ধ জনতা সেজান আলীর বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়েছে। সেই সঙ্গে তার মা শিউলী বেগমকে মারপিট করে পুলিশে তুলে দিয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২০ মার্চ) ভোর ৬টা দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ ছাত্র মিলনকে গত ২৩ ফেব্রুয়ারি রাতে অপহরণ করে তারই বন্ধু সেজান আলীসহ একটি চক্র। ওইদিন রাত ১টার সময় ভুক্তভোগী পরিবারকে মুঠোফোনে অপহরণের বিষয়টি জানায় অপহরণকারীরা।  প্রথমে ১২ ঘণ্টার মধ্যে মুক্তিপণের ৩ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। অপহৃতার পরিবার ৩ লাখ টাকা দিতে রাজি হলে চক্রটি ৫ লাখ টাকা দাবি করে। পরদিন দাবির পরিমাণ বেড়ে ১০ লাখ টাকা হয়। তিনদিন পর ১৫ লাখ টাকা চায় চক্রটি। সবশেষে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী চক্র। ৯ মার্চ রাতে মুক্তিপণের ২৫ লাখ টাকা অপহরণকারী চক্র বুঝে পায়। অপহরণকারীদের পরামর্শ মতে, অপহৃত মিলনের পিতা পানজাব আলী ২৫ লাখ টাকা একটি ব্যাগে ভর্তি করে দিনাজপুর গামী একতা এক্সপ্রেস ট্রেনে ওঠেন এবং সেনয়া নামক স্থানে রাস্তার পাশে ফেলে দেয়।  

বিজ্ঞাপন

টাকা পাওয়ার পর চক্রটি পাঞ্জাব আলেকে দিনাজপুর রেলস্টেশনে ফেরত দেওয়ার আশ্বাস দেয়।  কিন্তু সারারাত অপেক্ষা করেও না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। মানববন্ধনও করা হয়। অবশেষে অপহরণের ২৫ দিন পর পুলিশ প্রযুক্তির সহায়তায় মিলনের বন্ধু সেজান আলীসহ ২ জনকে বুধবার (১৯ মার্চ) গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ও হত্যার কথা স্বীকার করলে রাতেই সেজানের বাড়ির পাশে ওয়াপদার একটি পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংক হতে অপহৃত মিলনের গলিত লাশ উদ্ধার করে।  মিলন  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার খনগাও ইউনিয়নের চাপাপাড়া গ্রামের পানজাব আলীর ছেলে। 

এ বিষয়ে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে মিলনকে অপহরণের ঘটনায় আমরা দুইজনকে গ্রেপ্তার করি।  তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোতে আমরা স্থানীয় সাক্ষীদের সামনে লাশ উদ্ধারের কাজ করেছি। এ বিষয়ে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তাররা হলেন- সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মো. মতিয়র রহমানের ছেলে মো. সেজান আলী।  

বিজ্ঞাপন

এদিকে সকালে বিক্ষুব্ধ জনতা সেজান আলীর মহেশপুর গ্রামের বাড়ি ও দোকানঘরে আগুন দেয়। উত্তেজিত জনতা বাড়িঘর ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ গেলেও পরিস্থিতি দেখে ফেরত আসে। এ সময় তার মা শিউলী বেগম বাধা দিতে গেলে বিক্ষুব্ধ জনতা তাকে বেধড়ক মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে শিউলী বেগমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় স্থানীয়রা অপহরণকারী সেজান আলীর ফাঁসি দাবি করেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission