এক বিষয়ে পরীক্ষা দিলেও ফেল তিন বিষয়ে!

আরটিভি নিউজ

রোববার, ১৩ জুলাই ২০২৫ , ১১:০৯ পিএম


এক বিষয়ে পরীক্ষা দিলেও ফেল তিন বিষয়ে!
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন এক পরীক্ষার্থী। এবার শুধু সেই গণিত পরীক্ষা দিলেও ৩ বিষয়ে ফেল এসেছে তার। একই ধরনের সমস্যায় পড়েছে ওই প্রতিষ্ঠানের আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এ রকম তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

রোববার (১৩ জুলাই) কলেজের অধ্যক্ষকে সমস্যার সমাধানের জন্য বলা হয়েছে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা।

নাজমুল ইসলাম নামের ভুক্তভোগী এক পরীক্ষার্থী জানান, গত বছর এসএসসিতে গণিত বিষয়ে ফেল করেছিলেন তিনি। এবার আবারও গণিত বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু ফলাফলে গণিত, কৃষি ও ট্রেড-২—তিন বিষয়ে ফেল এসেছে তার। তাই নাজমুলের ভবিষ্যৎ নিয়ে তার পরিবার দুশ্চিন্তায় পড়েছে।

বিজ্ঞাপন

একই ধরনের জটিলতায় পড়েছে একই প্রতিষ্ঠানের আরও ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী। ভুক্তভোগী পরীক্ষার্থীরা বলছেন, সমস্যার কথা প্রতিষ্ঠান প্রধানকে জানালেও তিনি কোনো সমাধান দিতে পারছেন না।

টুটুল নামে আরেক শিক্ষার্থী জানান, গণিত বিষয়ে পরীক্ষায় অংশ নিয়ে তার গণিত ও কৃষি বিষয়ে ফেল এসেছে।

একই সমস্যা নিয়ে পলিটেকনিক অফিসে যোগাযোগ করে ফিরে যাচ্ছিলেন রহিদুল ইসলাম নামে এক অভিভাবক। তিনি জানান, অফিস থেকে পরে যোগাযোগ করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে ঠাকুরগাঁও সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। 

বিজ্ঞাপন

তবে অন্য কয়েকজন শিক্ষক জানান, বিষয়টি নিয়ে তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারাজানা বলেন, বিষয়টি কলেজের অধ্যক্ষকে বলা হয়েছে। তিনি সমাধান করবেন। এজন্য শিক্ষার্থী ও অভিভাবকদের ধৈর্য ধারণ করার অনুরোধ জানাচ্ছি।

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission