শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের কুলচরীপাতারচর গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে লাশ উদ্ধার করে গোসাইরহাট থানা পুলিশ।
গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদ আলম জানান, স্থানীয় কবির হোসেন হাওলাদারের কাঁঠাল বাগানে থাকা একটি পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি আরও জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এমএ -টি