গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫ , ১০:৪২ এএম


গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ছবি : আরটিভি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আমেনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে আমেনা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শুক্রবার একজনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে পুলিশ। 

নিহত আমেনা খাতুন উপজেলার পদুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দুধ পুকুরিয়া পূর্ব পাহাড় গফুর বাদশার বাড়ি এলাকার আবদুল গফুর ড্রাইভারের স্ত্রী। 

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছেন বলে জানায় পুলিশ। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে শ্বশুর বাড়ির নিজ কক্ষ থেকে আমেনা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত গৃহবধূর পিতা মো. হাছি মিয়া বাদী হয়ে একইদিন রাতে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে নিহতের স্বামী আবদুল গফুরকে প্রধান আসামি করে ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আসামি দেওয়া হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে স্বামীর দ্বিতীয় বউয়ের বড় বোন আমেনা বেগমকে (৩০) গ্রেপ্তার করে।

নিহতের স্বজনরা জানান, ২০১৫ সালে সাতকানিয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ছোট বারঘোনা এলাকার হাছি মিয়ার মেয়ে আমেনা খাতুনের সাথে রাঙ্গুনিয়ার ট্রাক ড্রাইভার আবদুল গফুরের বিয়ে হয়। তাদের ৪ মাস বয়সী এক মেয়ে, ৪ ও ৭ বছর বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। গত ৫ মাস আগে স্বামী আবদুল গফুর গোপনে বিয়ে করেন। এ নিয়ে তাদের পরিবারে অশান্তি সৃষ্টি হয়।

নিহতের মামা মো. জাফর জানান, তার ভাগনি সাতকানিয়ায় ভাড়া বাসায় থাকতেন। দ্বিতীয় বিয়ের পর জানাজানি হয়ে গেলে বিষয়টি বসে সমাধান করার কথা ছিল। এরমধ্যে ২য় স্ত্রী ভিকটিম আমেনাকে ফুসলিয়ে ভাড়া বাসা থেকে শ্বশুর বাড়ি নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে হত্যা করে বলে দাবি করেন জাফর। এরসঙ্গে মেয়ের শ্বশুর বাড়ির সবাই জড়িত উল্লেখ করে তিনি সবার শাস্তির দাবি জানান। 

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার এস আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে। কোন আলামত পাওয়া যায়নি। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission