কাঠ চোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ১০

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ , ১১:৩২ পিএম


কাঠ চোরদের হামলায় বন কর্মকর্তাসহ আহত ১০
ছবি: আরটিভি

চট্টগ্রামের চন্দনাইশে কাঠ চোরদের হামলায় বন-বিভাগের ১০ জন আহত হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার সময় উপজেলার দূর্গম ইউনিয়ন ধোপাছড়ি ৬নং ওয়ার্ড বন-বিভাগের সংরক্ষিত এলাকা প্রাণ-জুড়ানী নামক স্থানে এ ঘটনা ঘটে। 

জানা যায়, সন্ধ্যা ৭টার সময় ধোপাছড়ি ইউনিয়নের স্থানীয় মেম্বার মোজাম্মেল ১৫/২০ জনের একদল কাঠ চোরদের নিয়ে বেআইনি দল গঠন পূর্বক বন-বিভাগের সংরক্ষিত এলাকা প্রাণজুড়ানী নামক স্থান থেকে সেগুন কাঠ কেটে নিয়ে আসার খবর ধোপাছড়ি বনবিঠের কর্মকর্তা ও কর্মচারী এবং বন পাহারাদারের লোকজন জানতে পারলে তাদেরকে বাঁধা দেওয়ার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়। 

বিজ্ঞাপন

এ সময় কাঠচোরের দল সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বন বিভাগের লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে ও বেধড়ক মারধর করে প্রায় ১০ জনকে আহত করে। 

আহতদের মধ্যে ধোপাছড়ি বিট কর্মকর্তা সুদীপ্ত চাকমা, ইমন বিল্লাহ, আবু ছিদ্দিক, সুভ ইসলাম, মো. কুতুবসহ ১০ জন। খবর পেয়ে ধোপাছড়ি পুলিশ ফাঁড়ির কর্মকর্তাও সদস্যগণ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দোহাজারী হাসপাতালে প্রেরণ করছেন। এ রিপোর্ট  লেখা পর্যন্ত আহতরা হাসপাতালে পৌঁছায়নি। বন বিভাগের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান। 

বিজ্ঞাপন

এ ব্যাপারে সহকারী বন-সংরক্ষক দোহাজারী রেঞ্জ কর্মকর্তা এ কে এম ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission