সাপের কামড়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের 

আরটিভি নিউজ 

শনিবার, ২১ জুন ২০২৫ , ০২:৪৯ পিএম


সাপের কামড়ে প্রাণ গেল পোশাক শ্রমিকের 
ছবি সংগৃহীত।

চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বেলা ১১টায় ছেরাজুল হক চৌধুরী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিনি মারা যান। 

নিহত জাহাঙ্গীর আলম (৪৫) উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মঘাদিয়ার ছেরাজুল হক চৌধুরী বাড়ির আবুল বশরের বড় ছেলে। তার দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তিনি ময়মনসিংহের ভালুকায় মেহেরাবারী লাবিব সুয়েটার ফ্যাক্টরিতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলমের চাচা নুরুল ইসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবত জাহাঙ্গীর ময়মনসিংহের একটি সুয়েটার ফ্যাক্টরিতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার কর্মস্থল থেকে ফসলি জমির সরু পথ দিয়ে ফেরার পথে শুক্রবার সন্ধ্যা ৭টার সময় বিষাক্ত সাপ তাকে দংশন করে। এর পরপর সে স্ট্রোকও করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরপাড়া মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন বলেন, জাহাঙ্গীর অনেক দিন ধরে বাইরে চাকরি করতেন। গতকাল সাপের কামড়ে মারা গেছে। 

আরটিভি/এএএ

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission