আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার

আখাউড়া প্রতিনিধি

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ১০:০৯ এএম


আখাউড়ায় ২২টি মোবাইলসহ নারী ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: আরটিভি নিউজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোনসহ মোছা. ইশা আক্তার নামে এক নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার (২০ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী বাউতলা‌ গ্রাম থেকে নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইশা আক্তার উপজেলার মোগড়া ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের জজ মিয়ার মেয়ে ও পার্শবর্তী বাউতলা গ্রামের জামাল হোসেনের স্ত্রী। বুধবার বিকালের দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার (ওসি) মোহাম্মদ আবুল হাসিম।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া ষ্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির মো. মাহফুজুর রহমান নামে একজন সেলসম্যান কোম্পানির ২৯টি নতুন বক্সসহ মোবাইল ফোন ও নিজস্ব একটি মোবাইল ফোন এবং কোম্পানীর নগদ ৬৩ হাজার ৬৪০ টাকা ও নিজস্ব ৭৪০ টাকা নিয়ে আখাউড়া সড়ক বাজার থেকে একটি সিএনজি যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে যাওয়ার পথে আখাউড়া খড়মপুর বাইপাস সড়ক থেকে সিএনজি চালকসহ আরও ২ ছিনতাইকারী মাহফুজুর রহমানককে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জনস্থানে নিয়া ৩০টি মোবাইল ও নগদ ৬৪ হাজার ৩৮০ টাকা ছিনতাই করে সিএনজি যোগে পালিয়ে যায়।

পরে স্টার ডিস্ট্রিবিউশন কোম্পানির মো. মাহফুজুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। এরই পরিপেক্ষিতে বুধবার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে লুণ্ঠিত মোবাইলের মধ্যে ২২টি মোবাইলসহ মোছা. ইশা আক্তারকে গ্রেপ্তার করে এবং উদ্ধারকৃত মোবাইলসহ জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission