এই বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে: আফরোজা আব্বাস

আখাউড়া প্রতিনিধি, আরটিভি নিউজ 

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ , ০৯:৪৮ পিএম


এই বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে: আফরোজা আব্বাস
ছবি: আরটিভি

বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস বলেছেন, এই বাংলার মাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের কোথাও স্থান দেওয়া হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, অথচ আজ শেখ হাসিনা নিজেই তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন

ওয়ান-ইলেভেন প্রসঙ্গে আফরোজা আব্বাস বলেন, আমার নেত্রী, আমার মা—তিনি গত ১৭ বছর দেশ ছাড়েননি। কিন্তু শেখ হাসিনা সেই সময় ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তারপরও তিনি নিজেকে জনগণের মা দাবি করেন! কোন মা সন্তানকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়?

সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ইঙ্গিত করে তিনি বলেন, গত ১৭ বছর ধরে এই এলাকায় অবৈধ আইনমন্ত্রী মামলা-মোকদ্দমা দিয়ে মানুষকে ঘরে থাকতে দেয়নি। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে বাড়িছাড়া করেছে। আজ আল্লাহ তার বিচার শুরু করেছেন।

৩১ দফা রূপরেখার প্রসঙ্গে তিনি বলেন, ৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। এই দফাগুলোতে আছে—কীভাবে সরকার গঠিত হবে, কৃষক ন্যায্য দাম পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবির আহমেদ ভূঁইয়া। বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাধারণ সম্পাদক শাশীমা বাছির স্মৃতি ও আখাউড়া উপজেলা মহিলা দলের সভাপতি আন্তরা চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভুঁইয়া, পৌর বিএনপির সভাপতি সেলিম ভুঁইয়া,সাধারণ সম্পাদক আক্তার খান প্রমুখ। 

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission