ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শীবনগর উত্তরপাড়ায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার ফলে বসতভিটা দেবে গিয়ে পুকুরে চলে যাচ্ছে। ইতোমধ্যে দুটি ঘর ভেঙে পুকুরে পড়ে গেছে। ফলে আশেপাশের বাড়িঘর পড়েছে চরম ঝুঁকির মধ্যে।
ভুক্তভোগী বাচ্চু মিয়া ও বাবুল মিয়া জানান, প্রায় এক মাস ধরে স্থানীয় তুলাইশীমুল এলাকার বিল্লাল ভূঁইয়া ধানী জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন খারকুট এলাকায়। লাগাতার মাটি কাটা এবং পুকুরের পাড়ে কোনো বাঁধ বা সুরক্ষা ব্যবস্থা না থাকায় তাদের বসতভিটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাদের দাবি, ইতোমধ্যে বসতবাড়ির দুটি ঘর ধসে পুকুরে পড়ে গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে গেছে ঘরের খাট, নষ্ট হয়েছে প্রয়োজনীয় আসবাবপত্র।
স্থানীয়রা জানান, মাটি কাটার কারণে আশেপাশের আরও বেশ কয়েকটি ঘরবাড়িও হুমকির মুখে পড়েছে। বিশেষ করে নতুনভাবে তৈরি হওয়া পুকুরের পাড়ে সুরক্ষার ব্যবস্থা না থাকায় ধসে পড়ছে মাটি, সৃষ্টি হচ্ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীরা ড্রেজার দিয়ে অবৈধ মাটি কাটার কার্যক্রম বন্ধ এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়ছল উদ্দিন জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরটিভি/এএএ