জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত হলো চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে গত শুক্রবার (১৭ মার্চ) সকালে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সমাজে এবং পরিবারে অগ্রাধিকারের ভিত্তিতে তাদের অধিকারের ওপর বিশেষ জোর দেন।
সৈয়দা মুনিরা ইসলাম বলেন, ওরা নিজেদের অধিকারের কথা বলতে পারেনা, তাই প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানের প্রতি সহনশীল ও সচেতন হতে হবে।
তিনি আরও বলেন, এর আগে শুধু ঢাকাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার ঢাকার বাইরে আয়োজনের ব্যবস্থা করা হয়। কারণ, এ ধরনের উদ্যোগ প্রান্তিক ও অবহেলিত বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীদের অংশগ্রহণমূলক হলে তাদের প্রতিভা বিকাশে বিশেষভাবে সহায়তা করবে। আগামীতে দেশব্যাপী এই ধরনের আয়োজন অব্যহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিতি ছিলেন আরটিভির অনুষ্ঠান বিভাগের প্রধান দেওয়ান শামসুর রকিব, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. কামরুল হাসান মারুফ এবং রূপগঞ্জের আরটিভি প্রতিনিধি রুবেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের অভিভাবকগণ।
চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরী নুসরাত ফারিয়ার মা বলেন, এই ধরনের আয়োজনে আমাদের এখানে আগে কখনও হয়নি, আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে অনেক আনন্দিত। আমরা চাই এ ধরনের অনুষ্ঠান প্রতিবছর আয়োজন করা হলে আমাদের সন্তানদের প্রতিভা বিকাশে সহায়তা করবে।
অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের মাঝে ক্রেস্ট, পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় ক ও খ গ্রুপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে জাকিয়া, জান্নাতুল মাওয়া, আলিফ এবং নুসরাত ফারিয়া, নাঈম ও নাহিদ।