নেইমারকে থামাতে প্রাক্তন প্রেমিকার মুখোশ বানাচ্ছে প্রতিপক্ষ সমর্থকরা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ২৬ জুলাই ২০২৫ , ১০:৫১ এএম


নেইমারকে থামাতে প্রাক্তন প্রেমিকার মুখোশ বানাচ্ছে প্রতিপক্ষ সমর্থকরা
ছবি: সংগৃহীত

ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছেন নেইমার জুনিয়র। বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে মাঠেও ভয়ংকর হয়ে উঠছেন তিনি। তাই এই ব্রাজিলিয়ানকে উত্তপ্ত করতে অভিনব পথ বেছে নিয়েছে স্পোর্ট রেসিফের সমর্থকরা।

বিজ্ঞাপন

রোববার (২৭ জুলাই) ভোরে স্পোর্ট রেসিফের বিপক্ষে মাঠে নামবে নেইমারের সান্তোস। এই ম্যাচে নেইমারকে মানসিকভাবে চাপে রাখতে তার প্রাক্তন প্রেমিকা ব্রুনা মার্কেজিনের মুখোশ প্রিন্ট করতে শুরু করেছে রেসিফের সমর্থকরা।

10049b1e-838e-4353-b388-b3d0c968e514

বিজ্ঞাপন

যা ম্যাচের সময় স্টেডিয়ামে নেইমারের সামনে ব্যবহার করার পরিকল্পনা করছে তারা। এই ধারণাটি এসেছে স্থানীয় প্রভাবশালী পেদ্রো চিয়ানকা থেকে, যিনি অনলাইনে ব্রুনার মাস্কের একটি মক-আপ পোস্ট করেছিলেন।

5197262-0-image-a-32_1539947898024

এটি দ্রুত ভাইরাল হয়ে যায়, কয়েকজন ভক্ত সান্তোসের বেঞ্চের পিছনে এটি প্রিন্ট করে বিতরণ করার প্রস্তাব দেন।

বিজ্ঞাপন

485d2608d79912344b6558c5a7cef49b4ca59e36

বিজ্ঞাপন

২০১৩ সালে মডেল-অভিনেত্রী ব্রুনা মার্কিজিনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল নেইমারের। পরের বছরই তাদের বিচ্ছেদের খবর পাওয়া যায়। এরপর আবারও সে সম্পর্ক সাময়িক জোড়া লেগেছিল। কিন্তু ২০১৭ সালে তাদের পুরোপুরি ব্রেক-আপ হয়ে যায়।

সূত্র: ট্রিবিউনাডটকম

আরটিভি/এসআর/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission