শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে বুধবার (১৬ জুলাই) রাতে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। একই সময়ে আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিচ্ছেন দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানও। গ্লোবাল সুপার লিগে তার দল দুবাই ক্যাপিটালসের প্রতিপক্ষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স।
বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ এখন ১-১ সমতায় থাকায় এটি রূপ নিচ্ছে ফাইনালের। জাতীয় দলের ম্যাচ শুরুর ৩০ মিনিট পর অর্থাৎ রাত ৮টায় গায়ানায় শুরু হবে রংপুর ও দুবাইয়ের মধ্যকার লড়াই।
টুর্নামেন্টে দারুণ ছন্দে আছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত খেলা দুটি ম্যাচেই জয় তুলে নিয়েছে দলটি। আজকের ম্যাচসহ বাকি দুটি খেলায় অন্তত একটি জয় পেলেই ফাইনালে উঠে যাবে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর। ৪ পয়েন্ট নিয়ে তারা এখন টেবিলের দ্বিতীয় স্থানে। সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, যারা নেট রানরেটে এগিয়ে।
দুবাই ক্যাপিটালসের পারফরম্যান্স তুলনামূলকভাবে ম্লান হলেও সাকিব আল হাসানের উপস্থিতি দলটিকে আলাদা উচ্চতায় রেখেছে। প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে দলকে জেতালেও পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। তার দলও হেরেছে সেন্ট্রাল ডিসট্রিক্টস ও হোবার্ট হারিকেন্সের কাছে। ফলে রংপুরের বিপক্ষে এই ম্যাচটিই দুবাইয়ের টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগ।
এই ম্যাচ ঘিরে আরও একটি প্রসঙ্গ আলোচনায় এসেছে। গ্লোবাল সুপার লিগ শুরুর আগে রংপুর রাইডার্সেই খেলার কথা ছিল সাকিবের। সর্বশেষ ২০২৪ সালের বিপিএলেও তিনি ছিলেন রংপুর শিবিরে। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর পরিস্থিতি পাল্টে যায়। সমালোচনার আশঙ্কায় শেষ পর্যন্ত সাকিবকে স্কোয়াডে রাখেনি রংপুর রাইডার্স।
ফলে সাবেক দল রংপুরের বিপক্ষে মাঠে নামা সাকিবের জন্য হতে যাচ্ছে বিশেষ ম্যাচ। জাতীয় দলের খেলা ও তার সাবেক ক্লাবের বিপক্ষে সাকিবের লড়াই দুটি ম্যাচেই নজর থাকবে বাংলাদেশের ক্রিকেটভক্তদের।
আরটিভি/এসকে