বিপিএলের ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে চায় আইপিএলের আয়োজক প্রতিষ্ঠান

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ০৮:১৮ পিএম


বিপিএলের ব্র্যান্ডিংয়ের দায়িত্ব নিতে চায় আইপিএলের আয়োজক প্রতিষ্ঠান
ছবি: সংগৃহীত

বিপিএলের ১১টি আসর শেষ হলেও বিতর্ক পিছু ছাড়েনি। তাই এবার বিতর্ক এড়াতে ভিন্ন পথে হাঁটছে বিসিবি। বিপিএলের জন্য স্ট্র্যাটেজিক মার্কেটিং, ব্র্যান্ডিং ও বাণিজ্যিক পরামর্শদাতা সেবা নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আগ্রহপত্র (ইওআই) চেয়েছিল বিসিবি।

বিজ্ঞাপন

জানা গেছে, ২৬ জুলাই পর্যন্ত পাঁচটি প্রতিষ্ঠান প্রস্তাব জমা দিয়েছে বিসিবির কাছে। দেশের বেসরকারি একটি গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন বিসিবির একজন দায়িত্বশীল কর্মকর্তা।

এই উদ্যোগ বিপিএলের বাণিজ্যিক মূল্য বৃদ্ধির পাশাপাশি টুর্নামেন্টটিকে আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলবে। বিসিবির এক কর্মকর্তা বলেন, আমরা চাই, বিপিএল শুধু ঘরোয়া আয়োজনে না থেকে আন্তর্জাতিক মানের একটি ব্র্যান্ডে পরিণত হোক।

বিজ্ঞাপন
আরও পড়ুন

আবেদন করা ৫ প্রতিষ্ঠানের মধ্যে একটি স্থানীয়, আর বাকি চারটি আন্তর্জাতিক। যাদের আইপিএল, পিএসএল, আইএল টি-টোয়েন্টি এবং লেজেন্ডস লিগের মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

বিজ্ঞাপন

এমনটা হলে বিসিবি প্রথমবারের মতো বিপিএলের কৌশলগত ও বাণিজ্যিক দায়িত্ব কোনও বাইরের প্রতিষ্ঠানের হাতে তুলে দিতে যাচ্ছে। এতদিন পুরো টুর্নামেন্টের ব্যবস্থাপনাই চলতো বোর্ডের অভ্যন্তরীণ উদ্যোগে। এবার সেই ধারা বদলাতে যাচ্ছে। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিপিএলের ১২তম আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে। এতে পুরনো ফ্র্যাঞ্চাইজিদের সাথে নতুন এক বা একাধিক দল দেখা যেতে পারে।  

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission