টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার ৩৬ বছর বয়সী পেসার স্কট বোল্যান্ড। স্যাবাইনা পার্কে অনুষ্ঠিত সিরিজের শেষ টেস্টে দলে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে ১১৫ বছরের পুরনো এক রেকর্ড নিজের করে নিয়েছেন এই ডানহাতি পেসার। প্রথম ইনিংসে মাত্র ৩৪ রান খরচায় ৩টি উইকেট নিয়ে বোল্যান্ড এখন টেস্ট ইতিহাসে অন্তত ২০০০ বল করা বোলারদের মধ্যে সেরা বোলিং গড়ের মালিক।
বর্তমানে বোল্যান্ডের পরিসংখ্যান: ১৪ টেস্টে ৫৯ উইকেট,গড়: ১৭.৩৩
এই অসাধারণ গড় নিয়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি কিংবদন্তি বার্ট আয়রনমঙ্গার-কে, যিনি ১৯২৮ থেকে ১৯৩৩ পর্যন্ত ১৪ টেস্টে ১৭.৯৭ গড়ে নিয়েছিলেন ৭৪ উইকেট।
এছাড়া ১৯০০ সালের পর টেস্ট খেলা বোলারদের মধ্যে শুধুমাত্র ইংল্যান্ডের সিড বার্নেস বোল্যান্ডের চেয়েও ভালো গড় ধরে রেখেছেন—১৬.৪৩ গড়ে ১৮৯ উইকেট।
প্রথম ইনিংসে ৮২ রানের লিড নেয় অস্ট্রেলিয়া। প্রথম দিন ২২৫ রানে অলআউট হলেও দ্বিতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে ১৪৩ রানে গুটিয়ে দেয় তারা। বোল্যান্ড নেন ৩ উইকেট, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড নেন ২টি করে উইকেট।
তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় অস্ট্রেলিয়া। ২৯ ওভার শেষে তাদের সংগ্রহ ৯৯/৬। তিন নম্বরে নামা ক্যামেরন গ্রিন অপরাজিত ৪২ রানে খেলছেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে সফল বোলার আলজারি জোসেফ, যিনি মাত্র ১৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।
উল্লেখ্য, সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। স্কট বোল্যান্ডের এই নজিরবিহীন অর্জন তার ক্যারিয়ারের অন্যতম উজ্জ্বল পালক হিসেবে থাকবে এবং টেস্ট ক্রিকেটের ইতিহাসেও এক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে।
আরটিভি/এসকে