যাত্রীদের সঙ্গে বিমানে চড়ে বসলো সাপ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ০২ জুলাই ২০২৫ , ০৫:২১ পিএম


বিমানে চড়ে বসলো সাপ
ছবি: সংগৃহীত

এবার ঘটলো অবাক করা এক ঘটনা। যাত্রীদের সঙ্গে বিমানে চড়ে বসলো সাপ। আর এতে ফ্লাইট ছাড়তে দেরি হলো পাক্কা দুই ঘণ্টা। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে একটি অভ্যন্তরীণ ফ্লাইটের (ভিএ৩৩৭) কার্গো হোল্ডে এই সাপ দেখা যায়।

প্লেনটির কার্গো হোল্ডে একটি সবুজ সাপ দেখতে পান পেশাদার সাপ ধরার বিশেষজ্ঞ মার্ক পেলে। সাপটি ছিল প্রায় ৬০ সেন্টিমিটার (দুই ফুট) লম্বা। অল্প আলোতে সাপটি বিষধর মনে হলেও পরে নিশ্চিত হওয়া যায় এটি একটি নিরাপদ ‘গ্রিন ট্রি স্নেক’।

বিজ্ঞাপন

সাপ সম্পর্কে মার্ক পেলে জানান, সাপটি আংশিকভাবে লুকানো অবস্থায় ছিল এবং যেকোনো সময় প্লেনের মূল কেবিনে ঢুকে যেতে পারতো। ভাগ্য ভালো যে প্রথম চেষ্টাতেই সাপটিকে ধরতে পেরেছি। নইলে পুরো প্লেন খালি করে কিছু অংশ খুলে ফেলতে হতো।

অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ফ্লাইটটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে।

পেলের ধারণা, সাপটি আগের কোনো ফ্লাইটে যাত্রীর ব্যাগে করে এসেছিল এবং পরে পালিয়ে যায়। তবে অস্ট্রেলিয়ার কড়াকড়ি কোয়ারেন্টাইন নীতির কারণে সাপটিকে বনে ছেড়ে দেওয়া সম্ভব হয়নি। সংরক্ষিত এই প্রজাতির সাপ বর্তমানে মেলবোর্নের এক পশু চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। পরবর্তীতে এটিকে লাইসেন্সপ্রাপ্ত সাপ পালনকারীর কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

সূত্র: এবিসি নিউজ

বিজ্ঞাপন

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission