ইভান্সকে হারিয়ে সেন্টার কোর্টে ফিরলেন জোকোভিচ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ১১:৫৩ এএম


ইভান্সকে হারিয়ে সেন্টার কোর্টে ফিরলেন জোকোভিচ
ছবি: সংগৃহীত

উইম্বলডনে দ্বিতীয় রাউন্ডে ব্রিটিশ ওয়াইল্ড কার্ড ড্যান ইভান্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন নোভাক জোকোভিচ। যেখানে একক আধিপত্য দেখিয়ে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে উঠেছে এই সার্বিয়ান তারকা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ জুলাই) অল ইংল্যান্ড ক্লাবে এক ঘণ্টা ও ৪৭ মিনিটের লড়াইয়ে ৬-৩, ৬-২, ৬-০ গেমে জিতেছেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পিছনে ছুটতে থাকা এই টেনিস তারকা। এতে আবারও সেন্টার কোর্টে ফিরলেন তিনি।

এ নিয়ে জোকোভিচ বললেন, আবারও সেন্টার কোর্টে ফিরতে পেরে খুশি। প্রত্যেকে জানে এটা একটা বিশেষ আবহ। ব্রিটেনে একজন ব্রিটিশের মুখোমুখি হওয়া কখনও সহজ নয়। যদি নিজের মতো খেলতে না পারেন তাহলে ড্যান ইভান্স অনেক সমস্যা তৈরি করতে পারে। আমি জানতাম আমাকে কী করতে হবে, সেটাই ভালোভাবে প্রয়োগ করেছি।

বিজ্ঞাপন

AFP__20250703__64NR8HZ__v2__HighRes__TennisGbrWimbledon

উইম্বলডনে ৯৯তম জয়ের পর জোকোভিচের কথা, এর মানে আমি দীর্ঘদিন ধরে খেলছি। আমি এখনও উপভোগ করছি এবং এই খেলা আমাকে অনেক কিছু দিয়েছে। উইম্বলডন এখনও আমার কাছে বিশেষ টুর্নামেন্ট। ছোটবেলা থেকে আমি এটি জেতার স্বপ্ন দেখতাম। এখানে কোনও ইতিহাস গড়তে পারা আমার জন্য খুব বিশেষ কিছু।

এর আগে, প্রথম রাউন্ডে আলেক্সান্দ্রে মুলারের বিপক্ষে চার সেটে জয়ের ম্যাচে পেটের সমস্যায় ভুগছিলেন জোকোভিচ। ম্যাচ শেষে জানান, ‘অলৌকিক ওষুধ’ খেয়ে ঘুরে দাঁড়িয়েছেন। তবে ইভান্সের বিপক্ষে কোনও সমস্যায় পড়তে হয়নি তাকে। অষ্টম শিরোপা জিতে উইম্বলডনে রেকর্ড চ্যাম্পিয়ন রজার ফেদেরারের পাশে বসতে চান জোকোভিচ।

বিজ্ঞাপন

আরটিভি/এসআর/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission