বাবার গুলিতে নিহত টেনিস খেলোয়াড় মেয়ে

বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ , ০৮:৪৮ পিএম


বাবার গুলিতে নিহত টেনিস খেলোয়াড় মেয়ে
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানার গুরুগ্রামে রাজ্য স্তরের উদীয়মান টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে (২৫) গুলি করে হত্যা করেছেন তার বাবা। বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে বাবা ও মেয়ের মধ্যে তীব্র বাগবিতণ্ডার জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

বিজ্ঞাপন

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার জানান, সোশ্যাল মিডিয়া পোস্টটি নিয়ে পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। সেই পোস্টকে কেন্দ্র করেই বাবার সঙ্গে রাধিকার তর্ক হয়। এরপর তিনি পরপর তিনটি গুলি ছোড়েন।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত রিভলবারটি লাইসেন্সপ্রাপ্ত এবং সেটি বাসা থেকেই উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় রাধিকাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিজ্ঞাপন

রাধিকা যাদব ২০০০ সালের ২৩ মার্চ জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের (আইটিএফ) তালিকায় তিনি ডাবলসে ১১৩তম অবস্থানে ছিলেন এবং বিশ্বের শীর্ষ ২০০ নারী ডাবলস খেলোয়াড়ের মধ্যে অন্যতম ছিলেন। হরিয়ানার ডাবলস বিভাগেও তিনি পঞ্চম স্থানে ছিলেন বলে জানা গেছে।

রাধিকার প্রাক্তন কোচ মনোজ ভরদ্বাজ তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করে বলেন, রাধিকা অত্যন্ত মনোযোগী, সুশৃঙ্খল ও প্রতিভাবান খেলোয়াড় ছিলেন। এই মৃত্যু ভারতের টেনিস অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

আরও পড়ুন

পরিবার সূত্রে জানা গেছে, রাধিকা নিয়মিত সোশ্যাল মিডিয়ায় রিল ভিডিও পোস্ট করতেন। বৃহস্পতিবার সকালে পোস্ট করা একটি রিল নিয়েই তার বাবার সঙ্গে ঝগড়ার সূত্রপাত হয়। পরে ক্ষুব্ধ হয়ে তিনি নিজের রিভলবার দিয়ে মেয়েকে গুলি করেন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তদন্ত চলছে। 

 আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission