দেশের ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রাখায় ‘৭১ মিডিয়া আইকনিক এ্যাওয়ার্ড ২০২৫’ সম্মাননা দেওয়া হয়েছে আরটিভির স্পোর্টস ইনচার্জ আতিকুল ইসলাম শাকিলকে।
শুক্রবার (২৫ জুলাই) ৭১ মিডিয়া ভিশনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা এই পুরস্কার তুলে দেন একুশে পদক প্রাপ্ত ও বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।
এ ছাড়াও এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন জাতীয় চলচিত্র পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান।
ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চলচিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, শিক্ষা, সমাজসেবা এবং আবৃত্তিসহ ২০টি ক্যাটাগরি সেরা ও সফল ব্যক্তিত্বকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন, ড. হামিদা খানম (অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়), নুর উদ্দিন আহমদ (সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীফ ফটোগ্রাফার), রেজাবুদ্দৌলা চৌধুরী (জাসাস এর সাবেক সভাপতি) ও কন্ঠ শিল্পী রবি চৌধুরীসহ বেশ কয়েকজন জনপ্রিয় মুখ।
আরটভি/এসআর