আরটিভিতে আসছে বিশেষ ধামাকা

আরটিভি নিউজ  

রোববার, ২৭ জুলাই ২০২৫ , ০৫:২১ পিএম


আরটিভিতে আসছে বিশেষ ধামাকা
ছবি: আরটিভি

‘নামে চালাক কামে বোকা’

বিজ্ঞাপন

সোনার চর গ্রামের নাম এখন আর কেউ সোনার চর বললে চিনে না। বেশ আগেই সোনার চর নাম বদলে এই গ্রামের নাম হয়েছে চালাক চর। চালাক চর নামকরণ মানে এই নয় যে এই গ্রামের বেশিভাগ মানুষ চালাক। বিষয়টা এর উল্টো। এরা মূলত কাকতালীয় ভাবে এই গ্রামের বেশির ভাগ মানুষই যথেষ্ট বোকা। কিন্তা তারা নিজেদেরকে মহা পন্ডিত ভাবেন। অথচ সারাদিন তারা খুব নিখুঁত ভাবে নানান ধরণের বোকামি করে। 

দেখা গেল কেউ দোকান বা বাসা বাড়ির ঘরে তালা দিলো। চাবি হারিয়ে যাবে বলে, সেই চাবি তালার পাশেই কোথাও ঝুলিয়ে রাখে। তাদের হিসাব এইবার আর চাবি হারাবে না। কিন্তু চোর যে তালার পাশে ঝুলানো চাবি দিয়ে সহজে তালা খুলে সব নিয়ে যাবে। এই হিসাব এই বোকার চরের মানুষের নাই। আবার এমনো হয় তালা খুলে যে চোর ঘরে প্রবেশ করেছে সেও যেহেতু এই বোকার চরের বাসিন্দা। সুতরাং তার চুরি করা হলেও সে সহজে বের হয় না। নানান বোকামি করে। মন মতো কিছু না পেয়ে বাড়ির মালিকের জন্য অপেক্ষা করে। এমন সব হাস্যকর ঘটনার মধ্যে দিয়ে বিচরণ বোকার চরের বেশ কিছু মজাদার চরিত্র। 

বিজ্ঞাপন

আসছে সোমবার (২৮ জুলাই) থেকে রাত ৯ টা ২০ মি: প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দশেরে জনপ্রিয় বেসরাকারি টেলিভিশন আরটিভিতে প্রচারতি হবে নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘নামে চালাক কামে বোকা’।  

সুজিত বিশ্বাসের রচনায় নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তন্ময় সোহেল, মানসী প্রকৃতি, শফিক খান দিলু, শিরিন আলম, মিলন ভট্টাচার্য্য, সমু চৌধুরী, সেলজুক, ফাতেমা হীরা প্রমুখ। 

‘মোস্তফা’

বিজ্ঞাপন

দেশের দর্শকের কাছে দিন দিন জনপ্রিয়তা বাড়ছে তুর্কি ড্রামার। অনেকেই আগ্রহ নিয়ে এখন এসব ড্রামা দেখে থাকেন। এরই ধারাবাহিকতায় এবার আরটিভি নিয়ে আসছে আরেকটি জনপ্রিয় তুর্কি ড্রামা ‘মোস্তফা’। 

বিজ্ঞাপন

মোস্তফা কারায়লে একজন পুলিশ অফিসার, যে তার ছেলের সাথে সুখে জীবন যাপন করতে থাকে। মোস্তফার কাছে তার ছেলেই সব, পুরো পৃথিবী। তিনি একজন নীতিমান পুলশি অফিসার, যিনি মাফিয়াদের ধরতে কাজ করছেন। মোস্তফা যখন চোরাচালানের বিরুদ্ধে লড়াই করছেন, তখন তাকে একটি ফাঁদে ফলোনো হয়।

মোস্তফাকে অন্যায়ভাবে বরখাস্ত করা হয় একটি মথ্যিা মামলায়। মোস্তফা এক বছররে জন্য বন্দী থাকে এবং এই কারণে তিনি তার ছেলের হেফাজত হারিয়েছেন। মোস্তফার শশুর তার ছেলের হেফাজত নেয়। এক বছর পর, মোস্তফা যখন জেল থেকে বেরিয়ে আসেন  তখন তার আর কোনো আশা থাকে না কারণ তিনি তার পুলিশের চাকরি আর ফিরে পায়না। স্থায়ী চাকরি না থাকার কারনে মোস্তফা তার ছেলের ফিরে পায় না। আর এভাবেই এগিয়ে যায় সিরিজের গল্প। 

প্রাণ গুঁড়া মসলা নিবেদিত এথেম ওজিস্কের রচনায় জনপ্রিয় তুর্কি ড্রামা ‘মোস্তফা’ পরিচালনা করেছেন চাগরি ভিলা লোস্ত্তভালি এবং ওসমান তাসি। আগামী ১ আগস্ট থেকে সপ্তাহে ৭দিন রাত ৯.০০ টায় দেখা যাবে আরটিভির পর্দায়। 

‘ম্যানেজ মাস্টার’

আগামী ৮ আগস্ট থেকে প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০.০০ টায় আরটিভিতে প্রচারিত হতে যাচ্ছে নতুন ধারাবাহিক ‘ম্যানেজ মাস্টার’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জিত সরকার। 

নাটকটির গল্পে দেখা যাবে, শহরের নামজাদা শিল্পপতির ছেলে রাজিব। সে ডানপিঠে ছেলে। বাবার কাজকর্ম তার ভালো লাগে না। বাবার সাথে অভিমান করে বিদেশ যাওয়ার নাম করে একরকম হারিয়ে যায়। শহরের এককোনে সাধারণ মানুষের সাথে মিলে যায়। নতুনভাবে জীবনকে বোঝার জন্য ফুসকার দোকান দেয়। তার সেই ফুসকার দোকানে শহরের নামিদামী ছেলে-মেয়েরা এসে ফুসকা খায়। এক ধনীর দুলালী মীম তার বান্ধবীর সাথে একদিন ফুসকা খেতে আসে। কোন এক কারণে
রাজিবের সাথে মীমের ঝগড়ার সৃষ্টি হয়। সেই ঝগড়ার মাত্রা ক্রমেই বাড়তে থাকে। আর এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকটির গল্প।

ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, যাহের আলভী, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, নাবিলা বিনতে ইসলাম, ইফফাত আরা তিথি, আশরাফ সুপ্ত, মাইমুনা মম, তন্ময় সোহেল, ডাঃ এজাজুল ইসলাম, শামীমা নাজনীন মাসুম বাশার, প্রাণ রায়, নরেশ ভূইয়া, তাবাসসুম মিথিলা, সঞ্জীব আহমেদ, আরফান আহমেদ, মতিউর রহমান,
শফিউল আলম বাবু, আল আমিন দুররানী, রেশমা আহমেদ, সুমাইয়া অর্পা, রকি খান, সালমান আরাফাত, তমা ইসলাম প্রমুখ।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission