আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন

আরটিভি নিউজ

শুক্রবার, ১৬ মে ২০২৫ , ০২:১০ পিএম


আল্লাহ মানুষের যেসব গুণ পছন্দ করেন
ছবি: সংগৃহীত

মুমিনের জীবনে সবচেয়ে বড় চাওয়া-পাওয়া হলো আল্লাহ তাআলার ভালোবাসা। মুমিন তার রবের সন্তুষ্টি ও ভালোবাসা পাওয়ার লক্ষ্যে গোটা জীবন ইবাদত করে। যে তার রবের ভালোবাসা পেয়ে যায় সে পরম সৌভাগ্যবান। 

বিজ্ঞাপন

মুমিন বান্দার এমন কিছু গুণ আছে, যেগুলো আল্লাহর কাছে খুবই প্রিয়। এসব গুণের অধিকারীদের তিনি ভালোবাসেন। আর সেই ভালোবাসার মানুষদের কথা কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ রয়েছে-

মহান আল্লাহ মানুষের যেসব গুণাবলী পছন্দ করেন তা হলো-

বিজ্ঞাপন

১.  নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯৫)
২.  নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২২২)
৩.  আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৭৬)
৪.  আল্লাহ মহৎ কর্মীদের ভালোবাসেন।  (সুরা : আলে ইমরান, আয়াত : ১৩৪)
৫.  আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৬)
৬.  আল্লাহ উত্তম আচরণকারীদের ভালোবাসেন।  (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪৮)
৭.  আল্লাহ তাঁর ওপর ভরসাকারীদের ভালোবাসেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ১৫৯)
৮.  আল্লাহ সদাচরণকারীদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ১৩)
৯.  আল্লাহ ন্যায়পরায়ণদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৪২)
১০. আল্লাহ সহানুভূতিশীলদের ভালোবাসেন। (সুরা : মায়িদা, আয়াত : ৯৩)
১১. আল্লাহ খোদাভীরুদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৪)
১২. আল্লাহ পরহেজগারদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ৭)
১৩. আল্লাহ পরিশুদ্ধকারীদের ভালোবাসেন। (সুরা : তাওবা, আয়াত : ১০৮)
১৪. আল্লাহ ইনসাফকারীদের ভালোবাসেন। (সুরা : হুজুরাত, আয়াত : ৯)
১৫. আল্লাহ ন্যায়নিষ্ঠাদের ভালোবাসেন। (সুরা : মুমতাহিনা, আয়াত : ৮)
১৬. আল্লাহ তাদের ভালোবাসেন, যারা তাঁর রাস্তায় সিসাঢালা প্রাচীরের মতো সারিবদ্ধ হয়ে লড়াই করে। (সুরা : সফ, আয়াত : ৪)

যেসব দোষ আল্লাহ অপছন্দ করেন

১.  আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ১৯০)
২.  আল্লাহ বিশৃঙ্খলাকারীদের অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২০৫)
৩.  আল্লাহ প্রত্যেক অকৃতজ্ঞ পাপীকে অপছন্দ করেন। (সুরা : বাকারাহ, আয়াত : ২৭৬)
৪.  আল্লাহ কাফিরদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৩২)
৫.  আল্লাহ জালিমদের অপছন্দ করেন।(সুরা : আলে ইমরান, আয়াত : ৫৭)
৬.  আল্লাহ অবিচারকারীদের অপছন্দ করেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ১৪০)
৭.  আল্লাহ প্রত্যেক অহংকারী আর দাম্ভিককে অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ৩৬)
৮.  আল্লাহ প্রত্যেক খেয়ানতকারী পাপীকেও অপছন্দ করেন।(সুরা : নিসা, আয়াত : ১০৭)
৯.  আল্লাহ ফাসাদ সৃষ্টিকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৬৪)
১০. আল্লাহ অতিরঞ্জনকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৮৭)
১১. আল্লাহ আত্মসাৎকারীদের অপছন্দ করেন। (সুরা : মায়িদা, আয়াত : ৫৮)
১২. আল্লাহ প্রত্যেক বিশ্বাসঘাতক ও অকৃতজ্ঞকে অপছন্দ করেন।(সুরা : হজ, আয়াত : ৩৪)
১৩. আল্লাহ আত্মসন্তুষ্ট লোকদের অপছন্দ করেন। (সুরা : কাসাস, আয়াত : ৭৬)
১৪. আল্লাহ অহংকারী ও দাম্ভিকদের অপছন্দ করেন। (সুরা : লুকমান, আয়াত : ১৮)
১৫. আল্লাহ উদ্ধত অহংকারী ব্যক্তিদের অপছন্দ করেন। (সুরা : হাদিদ, আয়াত : ২৩)

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission