নিজের লাগানো চন্দনের কাঠে সুরঞ্জিতের দাহ

আরটিভি অনলাইন ডেস্ক

রোববার, ০৫ ফেব্রুয়ারি ২০১৭ , ০৫:৪১ পিএম


নিজের লাগানো চন্দনের কাঠে সুরঞ্জিতের দাহ

নিজের হাতে লাগানো চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হবে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে। এরই মধ্যে চন্দন গাছটি কেটে কাঠও তৈরি করা হয়ে গেছে।

বিজ্ঞাপন

সোমবার দিরাইয়ের আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হবে।

সুরঞ্জিত সেনগুপ্তের ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার সুজিত রায় জানান, চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় চন্দন গাছটি লাগিয়েছিলেন। যখনই তিনি দিরাইয়ের বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির দেখভাল করতেন।

বিজ্ঞাপন

বর্ষীয়ান এই রাজনীতিবিদকে বৃক্ষপ্রেমিক উল্লেখ করে তিনি আরো বলেন, তার নিজের হাতে তৈরি করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে। সময় পেলে তিনি নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন।

রোববার ভোরে ৪টা ২৯ মিনিটে রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুরঞ্জিত। তার মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ ৩ দিনের শোক ঘোষণা করেছে। সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় তার মরদেহ সিলেটে আনা হবে। সকাল ১০ টায় সেখানে সবস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন। বেলা ১১টায় মরদেহ যাবে সুনামগঞ্জে। সেখান থেকে সাল্লায় নিজ নির্বাচনী এলাকায়।  পরে মরদেহ দিরাইয়ে তার বাসভবনে আনা হবে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ওই দিন বিকেলে আনোয়ারপুরে দাহ করা হবে।

বিজ্ঞাপন

কে/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission